আজ তোমরা যারা র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, ঢাকা লা মেরিডিয়ান হোটেল, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং আরও বড় বড় হোটেলগুলোতে গিয়ে ছবি দাও, ‘চেক ইন’ দাও; স্পেশালি সো কল কিছু আপাগুলোতো... তোমাদের কি মনে হয় মানুষজন তোমাদের খুব ভালো বলে, ধনী মনে করে?? এবং বড় কথা হচ্ছে তোমাদের পরিবার থেকে কিছু বলে না?? আমি চিন্তা করে পাই না, যে হোটেলগুলোতে গিয়ে ‘চেক ইন’ দিয়ে গর্বিত ভাবো এবং ভাব আসে কী করে- যে তোমরা অনেক ধনী অনেক আধুনিক?? এরমধ্যে আবার যাও ছোট ছোট পোশাক পরে বাবা গো বাবা!
লেখক : মডেল ও অভিনেত্রী
(ফেসবুক থেকে সংগৃহীত)