১০ এপ্রিল, ২০২০ ১৬:১০

এ কেমন মৃত্যু...

আশরাফুল আলম খোকন

এ কেমন মৃত্যু...

আশরাফুল আলম খোকন

আমরা সবাই চাই অন্তত মৃত্যুর সময় প্রিয়জনরা পাশে থাকুক। কিন্তু এ কেমন নির্মম মৃত্যু...

একবার ভাবুন আপনি যখন অসুস্থ থাকবেন স্বজনরা কেউ আপনাকে দেখতে যেতে পারবে না। একা একা চোখের পানি ফেলবেন। বাবা-মা-ভাই-বোন-সন্তান-বন্ধু কেউ যাবে না। 

আপনি মারা যাবেন। দূর থেকে এরা সবাই কাঁদবে, কেউ লাশ দেখতেও যাবে না। মারা যাবার সময় এক গ্লাস পানি এগিয়ে দেয়ার জন্য পাশে কাউকে পাবেন না। কেউ মাথায় হাত বুলিয়ে ভালোবাসার পরশটুকুও দিবে না। 

ইন্নালিল্লাহ....... পড়ার জন্য পাশে কেউ থাকবে না। আপনাকে শেষ বিদায় জানাতে হয়তো জানাজাতে পুলিশ প্রশাসনের কেউ থাকবে কিন্তু অতি কাছের এই স্বজনরা কেউ যাবে না। জানাজা পড়াতে কেউ আসতে চায় না, শ্মশানে মুখাগ্নি করতে কেউ  আসে না। 

ভাবা যায়, কতটা নির্মম দৃশ্য...

নিশ্চয়ই এমন মৃত্যু আমরা কেউ চাই না। সুতরাং কয়েকটা দিন ঘরে থাকুন, নিজের স্বার্থে। সরকার কিংবা অন্য কারো স্বার্থে না। 

করোনা এমন ভয়ঙ্কর একটা ভাইরাস যেখানে শাসন, প্রশাসন, ক্ষমতা কিছুই খাটে না। ক্ষমতা খাটলে প্রিন্স চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, সৌদি রাজ পরিবারের ১৫০ জন সদস্য করোনায় আক্রান্ত হতেন না। বিভিন্ন দেশের বহু মন্ত্রী মারাও গেছেন। 

সুতরাং সরকারকে জ্ঞান দিয়ে কিংবা দোষ খুঁজে লাভ নাই। আসুন নিজেরা সচেতন হই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর