৭ মে, ২০২৪ ২৩:৩৮

আমার চেয়ে অসম্পূর্ণ আর কে থাকতে পারে এই দুনিয়ায়

ইফতেখায়রুল ইসলাম

আমার চেয়ে অসম্পূর্ণ আর কে থাকতে পারে এই দুনিয়ায়

ইফতেখায়রুল ইসলাম

আমার এক প্রিয় ব্যাচমেট, বড় ভাই একদিন বললেন  ইফতি খেয়াল করেছো আমরা সকলেই কেমন অসম্পূর্ণ! 

তিনি বললেন দেখো, "পেশাগত জীবনে তুমি বাংলাদেশ পুলিশ মেডেল পেয়েছো, প্রেসিডেন্ট পুলিশ মেডেল পেয়েছো, কয়েকবার আইজি ব্যাজ পেয়েছো"! কত চমৎকার অর্জন....

আমি অবাক বিস্ময়ে ভাইয়ের দিকে তাকিয়ে, মনোযোগ দিয়ে শুনছিলাম, তিনি আবার বলতে শুরু করলেন তোমার এসব অর্জনে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি, তিনি তোমার মা... তিনি কিন্তু তোমার একটা অর্জনও দেখে যেতে পারেননি! দেখেন নাই তোমার বাবাও! এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় অসম্পূর্ণতা! 

কথাটা শুনে শান্তভাবে বসেছিলাম অনেকক্ষণ! যখন ভাবনায় এলো আমার সত্যিই মা নাই, বাবা নাই। তখন মনে হলো আমার মতো এরকম দুর্ভাগা ইয়াতিমের চেয়ে অসম্পূর্ণ আর কে থাকতে পারে এই দুনিয়ায়। 

আপনার মোবাইল ফোনে যদি মা, বাবা নামে মানুষের নাম্বার এখনো থেকে থাকে তাহলে সময় নিয়ে একটু খোঁজ খবর নিয়েন, একটু ভালবেসেন। পৃথিবীটা সবসময় এক থাকে না! মা হারিয়ে গেলে পুরো পৃথিবী মিলেও সে শূন্যতা পূরণ করতে পারে না!

লেখক : এডিসি, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর