২৬ জানুয়ারি, ২০২৩ ১৬:৫৩

গ্রেটার লন্ডনের সমান আইসবার্গ বিচ্ছিন্ন হল অ্যান্টার্কটিকা থেকে!

অনলাইন ডেস্ক

গ্রেটার লন্ডনের সমান আইসবার্গ বিচ্ছিন্ন হল অ্যান্টার্কটিকা থেকে!

বরফে আচ্ছাদিত অ্যান্টার্কটিকা থেকে প্রায় গ্রেটার লন্ডনের সমান আয়তের একটি আইসবার্গ বিচ্ছিন্ন হয়েছে। গত রবিবার আইসবার্গটি বিচ্ছিন্ন হয় বলেই জানিয়েছে, ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, ভেঙে যাওয়া আইসবার্গটি ১৫৫০ বর্গকিলোমিটার আকৃতির। এটি ১৫০ মিটার পুরু। 

গবেষকদের দাবি, ঘটনাটি অপ্রত্যাশিত কিছু নয়। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক নেই। বিএএস-এ কর্মরত বিজ্ঞানী প্রফেসর ডমিনিক হজসন বলেন, এই ঘটনাটি প্রত্যাশিত ছিল এবং এটি ব্রান্ট আইস শেল্ফের স্বাভাবিক আচরণের অংশ। এটি জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত নয়।

গত বছরও অ্যান্টার্কটিকায় ১২৭০ বর্গ কিলোমিটার আয়তনের আরও একটি বরফখণ্ড বিচ্ছিন্ন হয়েছিল। ২০১৭ সালেও লন্ডনের প্রায় চার গুণ আয়তনের সমান বিশাল এক বরফখণ্ড অ্যান্টার্কটিকার থেকে সমুদ্রে ভেসে যায়। সেটির আয়তন ছিল প্রায় ৫৮০০ বর্গকিলোমিটার। আর ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন টন। সেটা ছিল এ পর্যন্ত সবচেয়ে বড় আকারের বরফখণ্ড বিচ্ছন্ন হওয়ার ঘটনা।

 

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর