[পুর্ব প্রকাশের পর]
১ম/২য় অধ্যায় মডেল প্রশ্ন
শূন্যস্থান (এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং MCQ হিসেবে আসতে পারে)
১. আলো, তাপ, আর্দ্রতাসহ পরিবেশের সমস্ত উপাদানের সঙ্গে জীবের সম্পর্ক রয়েছে।
২. পাহাড়, জঙ্গল, সমুদ্র পরিবেশের জড় উপাদান।
৩. জড় পরিবেশ নানাভাবে জীবের জীবনধারণকে প্রভাবিত করে।
৪. উদ্ভিদের পাতায় সবুজ কণিকা রয়েছে।
৫. উদ্ভিদের সবুজ কণিকার নাম ক্লোরোফিল।
৬. উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
৭. সব প্রাণী মলমূত্র ত্যাগ করে।
৮. উদ্ভিদ খাদ্য তৈরির সময় কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে।
৯. কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে পরাগায়ণ ঘটে।
১০. প্রাণী শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করে।
১১. তৃণ জাতীয় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করে।
১২. ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় প্রাণী।
১৩. সব প্রাণীর বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন।
১৪. উদ্ভিদ ও প্রাণী একে অন্যের ওপর নির্ভরশীল।
১৫. পরিবেশে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম।
১৬. পরিবেশের পরিবর্তন যখন ক্ষতি হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলে।
১৭. বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।
১৮. দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
১৯. খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে।
২০. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক ও পলিথিন মাটিতে পচে না।
২১. দূষিত পানি ব্যবহারের ফলে জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
২২. লোডশেডিংয়ের কারণে জেনারেটর চলছে।
২৩. হঠাৎ উচ্চ আওয়াজ শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে।
২৪. পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে।
২৫. শহর অঞ্চলে গড়ে উঠছে অস্বাস্থ্যকর বস্তি।
২৬. বনজঙ্গল সংরক্ষণসহ পরিবেশ সংরক্ষণ প্রয়োজন।
২৭. পরিবেশ সংরক্ষণ করতে সবাইকে সচেতন করতে হবে।
২৮. নদী-নালা ভরাট বন্ধ করতে হবে।
২৯. যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি করা যাবে না।
৩০. গোলমাল উচ্চ আওয়াজ বায়ুদূষণের উদাহরণ।
সংক্ষেপে লিখ
১. উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কি গুরুত্বপূর্ণ?
উত্তর : উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২. ক্লোরোফিল কী?
উত্তর : ক্লোরোফিল উদ্ভিদের পাতায় বিদ্যমান এক ধরনের সবুজ কণিকা।
৩. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
উত্তর : উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
৪. কিভাবে খাদ্য শৃঙ্খল তৈরি হয়।
উত্তর : ছোট প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং ছোট প্রাণীকে খায় বড় প্রাণী এভাবেই খাদ্য শৃঙ্খল তৈরি হয়।
৫. কিভাবে মাটি উর্বর হয়?
উত্তর : সব প্রাণী মাটিতে মলমূত্র ত্যাগ করে। এ ছাড়া প্রাণী উদ্ভিদ মরে গিয়ে মাটিতে মিশে মাটিকে উর্বর করে।
৬. শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লিখ।
উত্তর : শব্দদূষণের প্রভাবে মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয় এবং শিশু, বৃদ্ধদের কানের ক্ষতিসহ স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতি হয়।
নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী
১. রুমি বাড়ির পাশের পুকুরে গরু-বাছুর গোসল করায়। এ ছাড়া ওই পুকুরে একই সঙ্গে থালাবাসন ধোয়া ও গোসলের কাজও চলে। ওই পানির অবস্থা কি হবে?
ক. পানি পরিষ্কার খ. পানি জীবাণুমুক্ত
গ. পানি দূষিত ঘ. পানি টলটলে
২. গাছপালা/উদ্ভিদ অনেক কীটপতঙ্গের_
ক. বাসগৃহ খ. আবাসস্থল
গ. খাদ্য ঘ. ঘর
৩. গরু-ছাগল কেমন প্রাণী?
ক. তৃণভোজী খ. মাংসাশী
গ. উভচর ঘ. সরীসৃপ।
৪. সালোক সংশ্লেষণে বায়ু থেকে উদ্ভিদ কি গ্রহণ করে?
ক. কার্বন-মনোক্সাইড
খ. কার্বন-ডাই-অক্সাইড
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
৫. কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে_
ক. সালোক সংশ্লেষণে খ. পরাগায়ণে
গ. কার্বন উৎপাদনে ঘ. বীজ উৎপাদনে।
উত্তরমালা : ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.খ।