শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ১৮ সেপ্টেম্বর নিম্ন আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মাহমুদুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী। সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য ২০১০ সালের ১৩ মার্চ মাহমুদুর রহমানকে নোটিস দেয় দুদক। এর জবাব না পাওয়ায় একই বছরের ১৩ জুন দুদক রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করে। এ মামলায় ওই বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ গত ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতের এ আদেশের বিরুদ্ধে ২৫ মে তিনি রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আদালত গতকাল এ আবেদন খারিজ করে দেন।

 

 

 

 

সর্বশেষ খবর