জনশক্তি রপ্তানি নিম্নমুখী। ২০১২ সালে যেখানে বিদেশে কাজের জন্য গিয়েছেন ৬ লাখ ৭ হাজার জন সেখানে ২০১৩ সালে গিয়েছেন ৪ লাখ ৯ হাজার জন। এ হিসাবে প্রায় দুই লাখ জনশক্তি কম রপ্তানি হয়েছে গত বছর। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদা না থাকার কারণেই কিছুটা কম হয়েছে। তারপরও ৪ লাখের বেশি জনশক্তি রপ্তানি একটি বিশেষ সাফল্য। অবশ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে শুধু আরব আমিরাতেই আগের বছরের তুলনায় প্রায় দুই লাখ কম রপ্তানি হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান অনুসারে, স্বাধীনতার পর ২০০৭ ও ২০০৮ সালে বিদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছিল। ২০০৭ সালে চাকরি নিয়ে বিদেশ গেছেন ৮ লাখ ৩২ হাজার জন। ২০০৮ সালে গিয়েছেন ৮ লাখ ৭৫ হাজার জন। কিন্তু ২০০৯ সালে জনশক্তি রপ্তানি ৪ লাখ ৭৫ হাজারে নেমে আসে। ২০১০ সালে আরও কমে ৩ লাখ ৯০ হাজারে। জনশক্তি রপ্তানিতে ওই দুই বছরের ধস কাটিয়ে উঠা সম্ভব হয়নি। তবে পরের বছর পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটে। ২০১১ সালে ৫ লাখ ৬৮ হাজার ৬২ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের জন্য যান। ২০১২ সালে আরও কিছুটা বেড়ে সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৭ হাজার ৭৯৮ জন। কিন্তু ২০১৩ সালে আবার কমে তা হয় ৪ লাখ ৯ হাজার ২৫৩ জন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে সৌদি আরবে ২১ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২ লাখ ১৫ হাজার, কুয়েতে ২ জন, ওমানে এক লাখ ৭০ হাজার ৩২৬ জন, কাতারে ২৮ হাজার ৮০১ জন ও বাহরাইনে ২১ হাজার ৭৭৭ জন গেছেন। অন্যদিকে, ২০১৩ সালে সৌদি আরবে ১২ হাজার ৫৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৬২৬ জন, কুয়েতে ৬ জন, ওমানে এক লাখ ২৩ হাজার ১৬৩ জন, কাতারে ৫২ হাজার ৬১১ জন ও বাহরাইনে গেছেন ২৩ হাজার ৫০৬ জন। সে হিসেবে এক বছরে শুধু আমিরাতে ২ লাখ তিন হাজার জন কম রপ্তানি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে নতুন জনশক্তি পাঠানো কমে যাওয়ার কারণ বাংলাদেশিদের নানান অপরাধকর্মে জড়িয়ে পড়া ও ভিসার অপব্যবহার, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, নতুন বাজার ধরতে সরকারি তৎপরতার অভাব, বেশ কয়েকটি শ্রমশক্তি আমদানিকারক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ও দুর্বল কূটনৈতিক তৎপরতা। অবশ্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও জনশক্তি রপ্তানি কিছুটা কমেছে। এছাড়া কুয়েতে গত কয়েক বছর ধরেই জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খুবই ধীরগতিতে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও সেখানে রপ্তানি হচ্ছে কম।
প্রথমবারের মতো কমেছে রেমিট্যান্স : জনশক্তির নিম্নমুখী ধারার জন্য কমেছে রেমিট্যান্স এবং এর প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। এর আগে ১৯৭৬ সাল থেকে সর্বশেষ ২০১২ সাল পর্যন্ত প্রতিবছরই রেমিট্যান্স বেড়েছে। অনেক সময় রপ্তানি কম হলেও বেড়েছে রেমিট্যান্স। কিন্তু ২০১৩ সালে এসে প্রথমবারের মতো আগের বছরের তুলনায় কম রেমিট্যান্স এসেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ৭ হাজার কোটি টাকা কম রেমিট্যান্স এসেছে আগের বছরের তুলনায়। ২০১২ সালে এক লাখ ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছিল, ২০১৩ সালে এসে তা হয়েছে এক লাখ ৭ হাজার কোটি টাকার কিছু বেশি।
শিরোনাম
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
নিম্নমুখী জনশক্তি রপ্তানি
গত এক বছরে কমেছে ২ লাখ
জুলকার নাইন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর