সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

তিনি একাই ১০ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি

তিনি একাই ১০ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি

এমপি দবিরুল ইসলাম একাই ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি গঠন নীতিমালা উপেক্ষা করে তিনি এই পদ দখল করে আছেন। আইনত একজন এমপি তার নির্বাচনী এলাকার সর্বোচ্চ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন। ঠাকুরগাঁও-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি দবিরুল ইসলাম হরিপুর উপজেলার মোসলিম উদ্দীন কলেজ, কে.বি. ডিগ্রি কলেজ, মেদনিসাগর কারিগরি কলেজ, হরিপুর পাইলট উচ্চবিদ্যালয়, রনহট্টা চৌরঙ্গী উচ্চবিদ্যালয়, বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন ডিগ্রি কলেজ, লাহিড়ী ডিগ্রি কলেজ, শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয় এবং রাণীশংকৈল উপজেলার কাদিহাট উচ্চবিদ্যালয়ের সভাপতি। এ ছাড়া তার ভাই শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ও ছেলে মাজহারুল ইসলাম সুজন পাঁচটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্ঠানগুলো-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রভাব বিস্তার ও আর্থিকভাবে লাভবান হতেই এমপি দবিরুল গণহারে সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘একজন সংসদ সদস্য চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি থাকতে পারেন না। তবে এ বিষয়টি আমার দফতরের দেখভালের মধ্যে পড়ে না। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সেটা নিয়ন্ত্রণ করার কথা।’ দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য গতকাল টেলিফোনে বলেন, ‘আমি মিটিংয়ে আছি। আপাতত কথা বলা যাবে না।’ এমপি দবিরুল এ প্রসঙ্গে বলেন, ‘আমি চারটি শিক্ষাপ্রতিষ্ঠানেরই সভাপতি। আমার লোকজন অন্য প্রতিষ্ঠানে সভাপতি পদে রয়েছেন।’

সর্বশেষ খবর