এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক খ্যাতনামা অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—এসডিজি অর্জনে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় এবং সবার অংশগ্রহণ প্রয়োজন। এটা ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়। তার মতে, তথ্য-উপাত্ত বিষয়টি এসডিজি বাস্তবায়নে একটি বড় বিষয়। তথ্যের ভীষণ রকম ঘাটতি রয়েছে। সাধারণভাবে কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের ঘাটতি এখানে গুরুত্বপূর্ণ। আবার অনানুষ্ঠানিক খাতের বিনিয়োগ তথ্যের ঘাটতিও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বেসরকারি খাত একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বেসরকারি খাতকে এসডিজি অর্জনে অন্তর্ভুক্ত করতে হলে সরকারকে অবশ্যই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে হবে। আর ব্যবসায়ীদের ব্যবসায়িক নৈতিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধে আরও সচেতন হতে হবে। গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে দেশের প্রাচীন বাণিজ্য সংগঠন ‘মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—এমসিসিআই ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’ যৌথভাবে আয়োজিত ‘এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সূচনা বক্তব্যে এসব কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি ও ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইর প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—ডিসিসিআইর সাবেক সভাপতি ও নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আরও বক্তব্য দেন সিপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ডিসিসিআইর সাবেক সভাপতি আবুল কাশেম খান প্রমুখ। ওই সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এসডিজি বাস্তবায়নে সরকার বেসরকারি খাতকে পাশে চায়। বেসরকারি খাতের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে সরকার এসডিজি বাস্তবায়ন করতে চায়। সিপিডি বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততার ক্ষেত্রে কোনো পক্ষ যেন বাদ না পড়ে।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বিনিয়োগ তথ্যে ঘাটতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর