এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক খ্যাতনামা অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা—এসডিজি অর্জনে সরকারি-বেসরকারি খাতের সমন্বয় এবং সবার অংশগ্রহণ প্রয়োজন। এটা ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়। তার মতে, তথ্য-উপাত্ত বিষয়টি এসডিজি বাস্তবায়নে একটি বড় বিষয়। তথ্যের ভীষণ রকম ঘাটতি রয়েছে। সাধারণভাবে কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের ঘাটতি এখানে গুরুত্বপূর্ণ। আবার অনানুষ্ঠানিক খাতের বিনিয়োগ তথ্যের ঘাটতিও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বেসরকারি খাত একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই বেসরকারি খাতকে এসডিজি অর্জনে অন্তর্ভুক্ত করতে হলে সরকারকে অবশ্যই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে হবে। আর ব্যবসায়ীদের ব্যবসায়িক নৈতিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধে আরও সচেতন হতে হবে। গতকাল রাজধানীর মতিঝিলের চেম্বার ভবনে দেশের প্রাচীন বাণিজ্য সংগঠন ‘মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—এমসিসিআই ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’ যৌথভাবে আয়োজিত ‘এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সূচনা বক্তব্যে এসব কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি প্রধান অতিথি ও ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইর প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—ডিসিসিআইর সাবেক সভাপতি ও নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। আরও বক্তব্য দেন সিপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ডিসিসিআইর সাবেক সভাপতি আবুল কাশেম খান প্রমুখ। ওই সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, এসডিজি বাস্তবায়নে সরকার বেসরকারি খাতকে পাশে চায়। বেসরকারি খাতের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে সরকার এসডিজি বাস্তবায়ন করতে চায়। সিপিডি বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততার ক্ষেত্রে কোনো পক্ষ যেন বাদ না পড়ে।
শিরোনাম
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
বিনিয়োগ তথ্যে ঘাটতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর