শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক হচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। উপ-মহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক এই দলের ২০তম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদেরই দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বলে সর্বত্র আলোচনা হচ্ছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে গতকাল স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সংক্ষিপ্ত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। নেতা-কর্মীদের সম্মেলন সংক্রান্ত নির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের আরও বলেন, সম্মেলনের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। দুই দিনব্যাপী সম্মেলন আজ শুরু হবে। সম্মেলনের নিরাপত্তায় মোট ২ হাজার ২০০ স্বেচ্ছাসেবক কাজ করবে। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ, মির্জা আজম, এনামুল হক শামিম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, ছাত্রলীগের সাবেক নেতা লিয়াকত শিকদার, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর