বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মার্কিন প্রশাসনে ট্রাম্প ঝড়

ছয় দিনেই ব্যাপক পরিবর্তন, খড়গ আসছে অভিবাসীদের ওপর

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রশাসনে ট্রাম্প ঝড়

গত বছর যখন নির্বাচনী প্রচারণা শুরু হয় তখন বড় বড় বোদ্ধা ভবিষ্যদ্বাণী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বের ওপর খড়গ নামবে। ট্রাম্প শপথ নিয়েছেন সপ্তাহখানেক হলো, এর মধ্যেই ওই আভাসের লক্ষণ দেখা দিয়েছে। শপথ নিয়েই ট্রাম্প এক কলমের খোঁচায় মার্কিন নাগরিকদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য বীমা যেটি ওবামাকেয়ার নামে পরিচিত সেটি বাতিল করে দিয়েছেন। যে বীমার কারণে মার্কিনিরা কম খরচে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা পেত। এরপরেই ট্রাম্প বাণিজ্য ক্ষেত্রে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারিত্বের চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার বিলে স্বাক্ষর করেন। শুধু তাই নয়, ট্রাম্প যাদের নিয়ে আমেরিকা চালাবেন অর্থাৎ মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদে বহু বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে মুসলিমদের ওপরও নানা অত্যাচারে নতুন মাত্রা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। এবার এই দেশটি গোটা ফিলিস্তিনকে দখল করার পাঁয়তারা শুরু করেছে। ট্রাম্প অধিকাংশ শরণার্থীদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ এবং সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয়টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি করে কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক ট্যুইটে ট্রাম্প জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিষয়ক পরিকল্পনায় বুধবার একটি ‘বড় দিন’ হতে যাচ্ছে। সিরিয়া, ইরাক, লিবিয়া,  সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের কোনো নাগরিককে ভিসা দেওয়া বন্ধ রাখার আরেকটি আদেশও দেয়া হবে বলে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী ও বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের সংখ্যা হ্রাসের জন্য মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলাসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হতে পারে। এসব আদেশের প্রথমগুলো বুধবার স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন সূত্রগুলো।

ট্রাম্পের যে সিদ্ধান্তগুলো বহু বিতর্কের জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতমগুলো নিম্নে আলোচনা করা হলো—

মেক্সিকো সীমান্তে দেয়াল বানাবেনই : ট্রাম্প বলেছেন, আরও অনেক কিছুর মতো আমরা দেয়াল বানাবই। এ জন্য আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প। অবশ্য দুই হাজার মাইল লম্বা মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল।

টিপিপি থেকে প্রত্যাহারের ঘোষণা : ট্রাম্পের মতে, টিপিপি চুক্তি যুক্তরাষ্ট্রের ‘কর্মসংস্থান হত্যাকারী’ এবং ‘স্বার্থের ধর্ষণকারী’। এ ছাড়া তিনি উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আভাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ২০১৫ সালে তার প্রচেষ্টায় ১২টি দেশের মধ্যে টিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করা দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। বিশ্ব অর্থনীতির ৪০ শতাংশ এই দেশগুলোর দখলে। তবে ওই চুক্তি এখনো কার্যকর হয়নি। মার্কিন কংগ্রেসও চুক্তি অনুসমর্থন করেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় চুক্তিটি অনেকাংশেই অকার্যকর হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আয়কর তথ্য দেবেন না ট্রাম্প : যে কাজটি মার্কিন ইতিহাসে কখনোই হয়নি, সেই প্রেসিডেন্ট হিসেবে আয়কর প্রকাশ না করার ইতিহাস গড়ছেন। আর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে। আয়কর তথ্য প্রকাশ না করার মাধ্যমে ট্রাম্প মার্কিন ঐতিহ্যের ব্যত্যয় ঘটাচ্ছেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, আয়কর নিরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে। কিন্তু এখন আগের কথার বরখেলাপ করা হচ্ছে তার প্রশাসনের পক্ষ থেকে।

সিআইএর নতুনে পরিবর্তন : ট্রাম্প ক্ষমতায় এসেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মার্কিন সেন্ট্রারাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর প্রধানের পদ পরিবর্তন করেছেন। নতুন এই প্রধানের নাম মাইক পম্পেও। নির্যাতন হিসেবে বিবেচনা করা হয় জিজ্ঞাসাবাদের এমন কৌশলের ব্যবহার অনুমোদন করার ঘোষণা দিয়েই মূলত পম্পেওকে ক্ষমতায় বসানো হলো। এর ফলে জঙ্গি অভিযোগে গ্রেফতারকৃতদের ওপর অত্যাচারের মাত্রা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সিএনএন, দ্য গার্ডিয়ান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর