এক বছরের ব্যবধানে বাংলাদেশে দুর্নীতির প্রকোপ কিছুটা কমেছে। অর্থাৎ দুর্নীতির ধারণাসূচকে ২০১৬ সালে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। যদিও স্কোর বেড়েছে মাত্র ১। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক ২০১৭ সালে প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী ২০১৬ সালে শূন্য থেকে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশ হয়েছে ১৫তম। তবে টিআইবি মনে করে, বাংলাদেশ দুর্নীতির সূচকে দুই ধাপ উন্নতি করলেও দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো অনেক বেশি, যা উদ্বেগজনক। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআই গতকাল বিশ্বব্যাপী এ সূচক প্রকাশ করেছে। টিআই বাংলাদেশের কার্যালয়ে এ প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, সদস্য আলী ইমাম মজুমদার, এম হাফিজউদ্দিন খান, সুমাইয়া খায়ের প্রমুখ। দুর্নীতির ব্যাপকতার ক্রম অনুযায়ী ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান ১৫তম। ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম, ২০১৪ সালে ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম। এই প্রতিবেদন অনুযায়ী, ৯০ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এক নম্বরে রয়েছে যৌথভাবে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। ৮৯ স্কোর পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। আর ৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১০ স্কোর পেয়ে তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে সোমালিয়া। ১১ ও ১২ স্কোর পেয়ে তালিকার সর্বনিম্নের দ্বিতীয় ও তৃতীয় দেশ হিসেবে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের সঙ্গে একই স্কোরপ্রাপ্ত অন্য পাঁচটি দেশ হলো— ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদাগাসকার ও নিকারাগুয়া। টিআইবি মনে করে, বাংলাদেশ দুর্নীতির সূচকে দুই ধাপ উন্নতি করলেও দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো অনেক বেশি, যা উদ্বেগজনক। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান জানান, ২০১৬ সালে বাংলাদেশ শূন্য থেকে ১০০ স্কেলে ২৬ স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫তম এবং নিম্নক্রম অনুসারে ১৫তম অবস্থানে রয়েছে। এবারের সূচকে বাংলাদেশের স্কোর ১ বৃদ্ধি পেয়ে ঊর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছয় ধাপ নিচে নেমেছে এবং নিম্নক্রম অনুযায়ী দুই ধাপ এগিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৩৬ স্কোর পেয়ে ৯৫তম অবস্থানে যৌথভাবে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। এরপর ৩২ স্কোর পেয়ে ১১৬তম অবস্থানে রয়েছে পাকিস্তান। আর ২৯ স্কোর পেয়ে ১৩১তম অবস্থানে নেপাল। এরপর রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের পরে ১৫ স্কোর পেয়ে সূচকে নিম্নক্রম অনুযায়ী ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তান। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান। এ ছাড়া ভারত ও চীন ৪০ স্কোর পেয়ে ৭৯তম অবস্থানে রয়েছে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
দুর্নীতি সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর