এক বছরের ব্যবধানে বাংলাদেশে দুর্নীতির প্রকোপ কিছুটা কমেছে। অর্থাৎ দুর্নীতির ধারণাসূচকে ২০১৬ সালে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। যদিও স্কোর বেড়েছে মাত্র ১। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক ২০১৭ সালে প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক অনুযায়ী ২০১৬ সালে শূন্য থেকে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশ হয়েছে ১৫তম। তবে টিআইবি মনে করে, বাংলাদেশ দুর্নীতির সূচকে দুই ধাপ উন্নতি করলেও দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো অনেক বেশি, যা উদ্বেগজনক। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআই গতকাল বিশ্বব্যাপী এ সূচক প্রকাশ করেছে। টিআই বাংলাদেশের কার্যালয়ে এ প্রতিবেদন সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, সদস্য আলী ইমাম মজুমদার, এম হাফিজউদ্দিন খান, সুমাইয়া খায়ের প্রমুখ। দুর্নীতির ব্যাপকতার ক্রম অনুযায়ী ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের এবারের অবস্থান ১৫তম। ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম, ২০১৪ সালে ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম। এই প্রতিবেদন অনুযায়ী, ৯০ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এক নম্বরে রয়েছে যৌথভাবে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। ৮৯ স্কোর পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। আর ৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১০ স্কোর পেয়ে তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে সোমালিয়া। ১১ ও ১২ স্কোর পেয়ে তালিকার সর্বনিম্নের দ্বিতীয় ও তৃতীয় দেশ হিসেবে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া। উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের সঙ্গে একই স্কোরপ্রাপ্ত অন্য পাঁচটি দেশ হলো— ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদাগাসকার ও নিকারাগুয়া। টিআইবি মনে করে, বাংলাদেশ দুর্নীতির সূচকে দুই ধাপ উন্নতি করলেও দেশে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এখনো অনেক বেশি, যা উদ্বেগজনক। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান জানান, ২০১৬ সালে বাংলাদেশ শূন্য থেকে ১০০ স্কেলে ২৬ স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫তম এবং নিম্নক্রম অনুসারে ১৫তম অবস্থানে রয়েছে। এবারের সূচকে বাংলাদেশের স্কোর ১ বৃদ্ধি পেয়ে ঊর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছয় ধাপ নিচে নেমেছে এবং নিম্নক্রম অনুযায়ী দুই ধাপ এগিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৩৬ স্কোর পেয়ে ৯৫তম অবস্থানে যৌথভাবে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। এরপর ৩২ স্কোর পেয়ে ১১৬তম অবস্থানে রয়েছে পাকিস্তান। আর ২৯ স্কোর পেয়ে ১৩১তম অবস্থানে নেপাল। এরপর রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের পরে ১৫ স্কোর পেয়ে সূচকে নিম্নক্রম অনুযায়ী ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তান। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান। এ ছাড়া ভারত ও চীন ৪০ স্কোর পেয়ে ৭৯তম অবস্থানে রয়েছে।
শিরোনাম
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
দুর্নীতি সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর