ফেব্রুয়ারি মাস এলে আমাদের ভাষাপ্রীতি বেড়ে যায়। এ সময় বাংলা একাডেমির অমর একুশে বইমেলা হয়। সেখানে দেশের সৃজনশীল শিল্পসাহিত্য চর্চার একটি প্রতিচ্ছবি ফুটে ওঠে। মূলত বই, পত্র-পত্রিকা, গণমাধ্যম এবং নিজেদের চর্চার মাধ্যমে ভাষা সচল থাকে। বাঙালিরা ভাষার জন্য সংগ্রাম করলেও দেশের সর্বত্র কিন্তু প্রমিত বাংলার ব্যবহার হয় না। আমরা ছোটবেলায় টেলিভিশনে নাটক দেখতাম। প্রতিটি নাটকে শুদ্ধ বাংলা ব্যবহূত হতো। এখন বেশ কতগুলো টেলিভিশন চ্যানেল, অনেক অনুষ্ঠান প্রচার হচ্ছে। কিন্তু বিকৃত, অশুদ্ধ বাংলার ব্যবহার হচ্ছে যত্রতত্র। আমাদের টেলিভিশন, এফএম রেডিওর অনুষ্ঠান শুনলে মনে হয় আঞ্চলিক ভাষার অনুষ্ঠান শুনছি। আমি কলকাতায় গিয়ে একটি ঘরোয়া আড্ডায় আমাদের টিভি নাটকে ব্যবহূত ভাষা নিয়ে বেশ সমালোচনা শুনি। আমার প্রশ্ন, একটি শিক্ষিত পরিবার নিশ্চয় অস্বাভাবিক বাংলা ব্যবহার করে না। ইদানীং ইংরেজি মাধ্যমে পড়া ছেলেমেয়েরা ভালো বাংলা বলতে পারে না। এটা ঘোরতর সংকট। অথচ পৃথিবীর অন্যান্য দেশ তাদের মাতৃভাষা ব্যবহারে বিশেষ সচেতন। সর্বস্তরে সচেতনতার জন্য আমাদেরও নানামুখী উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরিপ্রেক্ষিত সম্পর্কে পৃথিবীর বহু মানুষ কিন্তু কোনো খবর রাখে না। এক্ষেত্রে বিভিন্ন বই, ম্যাগাজিন, তথ্যচিত্র প্রকাশ করে প্রচার করা যেতে পারে। আমাদের শ্রেষ্ঠ সাহিত্যগুলো বিদেশি ভাষায় অনুবাদ করতে হবে। পৃথিবীর অন্য ভাষার অনেক নিম্নমানের অনুবাদ আমরা পড়ি। এক্ষেত্রে যারা ভিন ভাষী কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে গভীর জ্ঞান রাখেন তাদের দিয়ে অনুবাদ করা যেতে পারে। এক্ষেত্রে বাংলা একাডেমিসহ দেশের গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থাগুলো যৌথ বা একক উদ্যোগ নিয়ে অনুবাদ করাতে পারে। বাংলা ভাষার শ্রেষ্ঠ রচনাগুলো অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার করতে হবে। আমি মনে করি সর্বজনীন গ্রহণযোগ্য বাংলা ভাষার ব্যবহারে সরকার ও মিডিয়াকে উদ্যোগ নিতে হবে। অন্যদিকে ভাষা ব্যবহারের ক্ষেত্রে পরিবার পর্যায়েও সচেতন থাকতে হবে। শিশুরা যেন মাতৃভাষা ভালোভাবে শেখে সেদিকে বাবা-মাকে বিশেষ যত্ন নিতে হবে। লেখক : কথাসাহিত্যিক।
শিরোনাম
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
আ-মরি বাংলা ভাষা
ভাষা ব্যবহারে পরিবার পর্যায়েও দরকার সচেতনতা
নাসরিন জাহান
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর