১৯৫২-এর ভাষা আন্দোলন আমাদের অধিকার বোধের চেতনার জন্ম দিয়েছিল। সেই চেতনার ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা অর্জন করি। ভাষা আন্দোলন আমাদের চেতনায় যে প্রচণ্ড আবেগের তরঙ্গ তৈরি করে, সেই আবেগের প্রবাহে লালিত হয়েছে আমাদের সংগ্রামী সত্তা। একুশের আনুষ্ঠানিকতায় নগ্নপায়ে প্রভাতফেরির মিছিলে, শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনে, একুশের সংকলন প্রকাশে, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সাংস্কৃতিক উৎসবের আয়োজনে লালিত সেই চেতনা ছিল সৃজনশীলতার উৎসও। একুশে ফেব্রুয়ারি নিয়ে এমন আবেগ আনুষ্ঠানিকতা আর আন্তরিকতা সত্ত্বেও আমাদের যা করণীয় ছিল তা আমরা করতে পারিনি। বাংলা ভাষা ও সাহিত্যের যতটা উৎকর্ষ সাধন করা প্রয়োজন ছিল তা হয়নি। ফেব্রুয়ারি মাস এলেই বাহ্যিকভাবে আমাদের ভাষাপ্রীতি বেড়ে যায়। সারা বছর মাতৃভাষার শুদ্ধতা ও ব্যবহারিক বিষয় নিয়ে কারও ভাবনা নেই। আমি মনে করি, সময় এসেছে আবেগ কমিয়ে এখন বাংলা ভাষার ব্যবহারিক দিকে নজর দিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে বেশ ঘটা করে কিন্তু বিশ্ব দরবারে আমরা পৌঁছাতে পারছি না। এজন্য একটি পৃথক ইনস্টিটিউট হতে পারে। তাদের কাজ হবে কেবলই মাতৃভাষার শুদ্ধতা নিশ্চিত করা ও অনুবাদ। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হয়েছে অথচ তাদের কাজ সম্পর্কে আমরা অবগত নই। এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আবেগের ফসল। সুতরাং এমন একটি প্রতিষ্ঠান চাই, যারা মাতৃভাষার শুদ্ধতা বজায় রাখবে। বাংলা ভাষার ধ্রুপদী রচনাগুলো তারা অনুবাদ করবে। আবার বিশ্ব সাহিত্যের ধ্রুপদী রচনাগুলো বাংলায় অনুবাদ করে সবার হাতে পৌঁছে দেবে। মেধাবী, চৌকস কিছু কর্মী নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে এ কাজটি করা জরুরি। আঞ্চলিক পর্যায়ে ভাষার আঞ্চলিক ব্যবহার হতে পারে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে মান বাংলা ব্যবহার করতে হবে। বাংলা তো শ্রুতিমধুর ভাষা। এজন্য এর বিজ্ঞান সম্মত ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় জরুরি, আমাদের দেশের গণমাধ্যমগুলোকে প্রমিত বাংলা ভাষা ও বানান অনুসরণ করতে হবে। এখানে এক এক পত্রিকা একেক রকম বানান লেখে। পশ্চিমবাংলায় এক রকম লেখা হয়। এক্ষেত্রে সমতা বিধান করতে হবে। ভাষা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গে তো বাংলা ভাষার অবস্থা শেষ পর্যায়ে, এখন আমাদের দেশের ভাষা নষ্ট করার নানা ষড়যন্ত্র আছে। সেটা প্রতিরোধ করতে হবে। যেহেতু একুশ শতকে বসে আমরা একুশের চেতনার কথা বলছি তখন একুশ শতকের প্রযুক্তির বিষয়, গতিশীলতার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জীবনে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে ব্যবহারের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সর্বস্তরে রাষ্ট্রভাষার মর্যাদায় তাকে প্রতিষ্ঠা করতে পারছি না। মাতৃভাষাকে আমরা এখনো উচ্চতর জ্ঞানচর্চার বাহন রূপে তৈরি করতে পারিনি। এটি বড় বেদনার বিষয়। লেখক : কবি
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল