১৯৫২-এর ভাষা আন্দোলন আমাদের অধিকার বোধের চেতনার জন্ম দিয়েছিল। সেই চেতনার ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা অর্জন করি। ভাষা আন্দোলন আমাদের চেতনায় যে প্রচণ্ড আবেগের তরঙ্গ তৈরি করে, সেই আবেগের প্রবাহে লালিত হয়েছে আমাদের সংগ্রামী সত্তা। একুশের আনুষ্ঠানিকতায় নগ্নপায়ে প্রভাতফেরির মিছিলে, শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনে, একুশের সংকলন প্রকাশে, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সাংস্কৃতিক উৎসবের আয়োজনে লালিত সেই চেতনা ছিল সৃজনশীলতার উৎসও। একুশে ফেব্রুয়ারি নিয়ে এমন আবেগ আনুষ্ঠানিকতা আর আন্তরিকতা সত্ত্বেও আমাদের যা করণীয় ছিল তা আমরা করতে পারিনি। বাংলা ভাষা ও সাহিত্যের যতটা উৎকর্ষ সাধন করা প্রয়োজন ছিল তা হয়নি। ফেব্রুয়ারি মাস এলেই বাহ্যিকভাবে আমাদের ভাষাপ্রীতি বেড়ে যায়। সারা বছর মাতৃভাষার শুদ্ধতা ও ব্যবহারিক বিষয় নিয়ে কারও ভাবনা নেই। আমি মনে করি, সময় এসেছে আবেগ কমিয়ে এখন বাংলা ভাষার ব্যবহারিক দিকে নজর দিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে বেশ ঘটা করে কিন্তু বিশ্ব দরবারে আমরা পৌঁছাতে পারছি না। এজন্য একটি পৃথক ইনস্টিটিউট হতে পারে। তাদের কাজ হবে কেবলই মাতৃভাষার শুদ্ধতা নিশ্চিত করা ও অনুবাদ। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হয়েছে অথচ তাদের কাজ সম্পর্কে আমরা অবগত নই। এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আবেগের ফসল। সুতরাং এমন একটি প্রতিষ্ঠান চাই, যারা মাতৃভাষার শুদ্ধতা বজায় রাখবে। বাংলা ভাষার ধ্রুপদী রচনাগুলো তারা অনুবাদ করবে। আবার বিশ্ব সাহিত্যের ধ্রুপদী রচনাগুলো বাংলায় অনুবাদ করে সবার হাতে পৌঁছে দেবে। মেধাবী, চৌকস কিছু কর্মী নিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে এ কাজটি করা জরুরি। আঞ্চলিক পর্যায়ে ভাষার আঞ্চলিক ব্যবহার হতে পারে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে মান বাংলা ব্যবহার করতে হবে। বাংলা তো শ্রুতিমধুর ভাষা। এজন্য এর বিজ্ঞান সম্মত ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় জরুরি, আমাদের দেশের গণমাধ্যমগুলোকে প্রমিত বাংলা ভাষা ও বানান অনুসরণ করতে হবে। এখানে এক এক পত্রিকা একেক রকম বানান লেখে। পশ্চিমবাংলায় এক রকম লেখা হয়। এক্ষেত্রে সমতা বিধান করতে হবে। ভাষা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গে তো বাংলা ভাষার অবস্থা শেষ পর্যায়ে, এখন আমাদের দেশের ভাষা নষ্ট করার নানা ষড়যন্ত্র আছে। সেটা প্রতিরোধ করতে হবে। যেহেতু একুশ শতকে বসে আমরা একুশের চেতনার কথা বলছি তখন একুশ শতকের প্রযুক্তির বিষয়, গতিশীলতার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জীবনে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে ব্যবহারের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সর্বস্তরে রাষ্ট্রভাষার মর্যাদায় তাকে প্রতিষ্ঠা করতে পারছি না। মাতৃভাষাকে আমরা এখনো উচ্চতর জ্ঞানচর্চার বাহন রূপে তৈরি করতে পারিনি। এটি বড় বেদনার বিষয়। লেখক : কবি
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
আ- মরি বাংলা ভাষা
ভাষা নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে
হেলাল হাফিজ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর