অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেট হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। ওই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শিক্ষা ও স্বাস্থ্য খাত। কেননা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের কোনো বিকল্প নেই। গতকালরাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ইকোনমিক রিসার্চ গ্রুপ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চলতি বছর শেষে ৭.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। তবে আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন এখনো ঠিক করা হয়নি। চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর পারফরমেন্স সান্তোষজনক। তবে তাদের পারফরমেন্স আরও ভালো হওয়া দরকার। কেননা একদিকে করদাতার সংখ্যা বাড়ছে অন্যদিকে বাজেটে বরাদ্দ বাড়ছে। ফলে আমাদের রাজস্ব আদায় আরও বাড়াতে হবে। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে ব্যাংকিং সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। চলতি অর্থবছরে বাজেটে নেওয়া মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন সন্তোষজনক। এসব প্রকল্পের দু-একটি বাদে প্রায় সবগুলো বাস্তবায়ন ও কর্মকাণ্ড প্রধানমন্ত্রী নিজেই দেখভাল করেন। তিনি বলেন, প্রত্যেক বাজেটেই কিছু না কিছু নতুন বিষয় থাকে। এবারের বাজেটেও কয়েকটি নতুন ও চমকপ্রদ বিষয় থাকবে। ব্যাংকিং খাতের দুর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাতে অনেক ফাঁকি রয়েছে। বিশেষ করে এজেন্ট ব্যাংকিং ফাঁকি রোধে কিছু পদক্ষেপ নেওয়া হবে। ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের কয়েকটি দাবি রয়েছে। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই ভ্যাট আইন অবশ্যই আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে এবারের প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে তার বেশ কিছু সুপারিশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন অর্থমন্ত্রী। সুপারিশগুলো হলো বর্তমানে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রিজার্ভের অর্থ দিয়ে সরকার সভরেন বন্ড ছাড়বে। এই বন্ড ছাড়ার বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক গুরুত্ব দেওয়া, এনবিআরের আয় বাড়াতে পদক্ষেপ, কর ফাঁকি ঠেকানোর পদক্ষেপ ও ব্যাংকিং সংস্কারে কঠোর নজরদারি করতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল