শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতি বিদেশ যেতে পারেন আজ

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি বিদেশ যেতে পারেন আজ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

যাতে বলা হয়েছে, তিনি দায়িত্বে না ফেরা পর্যন্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সব কিছু ঠিকঠাক থাকলে আজই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়তে পাড়েন এস কে সিনহা।

গতকাল আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, প্রধান বিচারপতির আবেদনে এর আগে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুর করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু বিচারপতি সিনহা যেহেতু আরও বেশি দিন বিদেশে থাকবেন, সেহেতু রাষ্ট্রপতি নতুন আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়, বর্ধিত ছুটিতে প্রধান বিচারপতির বিদেশে অবস্থানের সময়ে, অর্থাৎ ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত, অথবা তিনি দায়িত্বে না ফেরা পর্যন্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার সম্পাদন করবেন। এর আগে ছুটিতে থাকা বিচারপতি সিনহা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকার ইচ্ছা প্রকাশ করে যে চিঠি দিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাক্ষর করেন। এরপর গতকাল আইন মন্ত্রণালয় সিনহার ছুটির বিষয়ে এ আদেশ জারি করে। প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সিনহা। আগামী ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা। সুপ্রিম কোর্টের অবকাশ শুরুর আগে গত ২৪ আগস্ট তিনি শেষ অফিস করেন এবং অবকাশ শেষে ৩ অক্টোবর আদালত খোলার দিন থেকে ছুটিতে যান। এদিকে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির নেতৃত্বে থাকা বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা গতকাল দুপুরে পৃথকভাবে কর্মসূচি পালন করেন। সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী বিএনপি সমর্থক আইনজীবীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা প্রধান বিচারপতির বাসভবনের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে সুপ্রিম কোর্টের মাজার গেটে পুলিশ বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে সমিতিতে ফিরে আসেন। এ কর্মসূচি থেকে রবিবার সারা দেশে জেলা জজ ও সোমবার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আবেদ রাজা, কামরুল ইসলাম সজল, শরীফ ইউ আহমেদ, মির্জা আল মাহমুদ প্রমুখ আইনজীবী বক্তব্য দেন। অপরদিকে সমিতির কার্যনির্বাহী কমিটিতে থাকা আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সিনিয়র সহসভাপতি মো. অজিউল্লাহর নেতৃত্বে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে অজিউল্লাহ বলেন, প্রধান বিচারপতির ছুটি তার ব্যক্তিগত অসুবিধা হওয়া সত্ত্বেও আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে বিএনপি সমর্থিত কিছু আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের নামে আদালতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছেন। তারা বারকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন।

সর্বশেষ খবর