মিয়ানমার সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ ও সেখানকার মগ-মুরংদের লুনঠিন বাহিনীর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই এইচআইভি আক্রান্ত। ধর্ষণ-গণধর্ষণের মতো পাশবিক নির্যাতনের শিকার রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকাংশই নিজেদের অজান্তে শরীরে এই মরণব্যাধি রোগের জীবাণু বহন করছে। ফলে এই রোগ-জীবাণু সহজেই ছড়িয়ে পড়ার ভয়াবহ আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের মাঝে এইচআইভি পজেটিভ বা এইডস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা সে াতে আসছে এইচআইভি। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত ২ বছরের শিশুসহ ৮২ জন রোহিঙ্গা এইচআইভি পজেটিভ বলে শনাক্ত করেছে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিপূর্বে এইডস আক্রান্ত এক রোগীর মৃত্যুও হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত যাদের এইচআইভি পজেটিভ বলে চিহ্নিত করা হয়েছে, তাদের অধিকাংশই জানেন না তারা এই ভাইরাসে আক্রান্ত। সাধারণ চিকিৎসা নিতে আসার পর চিকিৎসকরা তাদের রক্ত পরীক্ষা করে এইচআইভি পজেটিভ রোগী শনাক্ত করেছেন। প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও অনেক বেশি এবং এটা আমাদের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে। উখিয়া সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, রোহিঙ্গাদের জন্য উখিয়ায় ২৭টি ও টেকনাফে ১৪টি মেডিকেল টিম কাজ করছে। চিকিৎসা নিতে আসলে কারও কারও রক্ত পরীক্ষার সময় এইচআইভি পরীক্ষাও করানো হচ্ছে। তবে বিপুল এই জনগোষ্ঠীর এইচআইভি শনাক্ত করতে পৃথক একটি কর্মপরিকল্পনা নেওয়া জরুরি। রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত : এদিকে, শাহপরীর দ্বীপে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। গতকাল ভোরে মিয়ানমার থেকে নৌকায় করে আরও ১২২ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু এপারে এসেছে। টেকনাফের সাবরাং পয়েন্ট দিয়ে ৫০ জন এবং শাহপরীর দ্বীপের হারিয়াখালী পয়েন্ট দিয়ে ৭২ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে।
এর আগে মঙ্গলবার একই পয়েন্ট দিয়ে ৩৮৭ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। গতকাল আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে প্রাথমিকভাবে সাবরাং সেনা ত্রাণ ক্যাম্পে রাখা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।