শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মাহবুব তালুকদারের নাম দিয়েছিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

মাহবুব তালুকদারের নাম দিয়েছিল বিএনপি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে এই ইসি গঠিত হয়েছে। এটি গঠনের সময় বিএনপিও নাম দিয়েছিল। মাহবুব তালুকদারের নাম দিয়েছিল বিএনপি। সেটি বড় বিষয় নয়। আমি মনে করি নির্বাচন কমিশনাররা সবাই দক্ষ ও নিরপেক্ষ। গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। ইভিএম ব্যবহারের বিধান করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিষয়ে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক থেকে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বেরিয়ে যান কমিশনার মাহবুব তালুকদার। এ প্রসঙ্গে সরকার কী মনে করে— এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে। তাতে মতবিরোধ হতেই পারে। আলাপ-আলোচনার মাধ্যমে তারা যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। সরকার সেটি মেনে নেবে। আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, সরকার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ছাড় দেবে না, সরকার বসে থাকবে না। মন্ত্রী আরও বলেন, কেউ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন থেমে থাকবে না। ২০১৪ সালে নির্বাচনে বিএনপি আসেনি, এরপরও নির্বাচন হয়েছে, পুরো বিশ্বের স্বীকৃতিও পেয়েছে। এবারও যথাসময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

সর্বশেষ খবর