বাংলাদেশের উঠতি বাজারে নিজেদের প্রযুক্তি ব্যবসা সম্প্রসারণ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি ই-কমার্স ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিশ্বের বৃহত্তর ই-কমার্স সাইট অ্যামাজন ডটকমের সেবা বাংলাদেশে চালু করার আগ্রহ দেখাচ্ছে। তবে ই-বর্জ্য নিয়ন্ত্রণে বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় যে আইন করতে যাচ্ছে, সেটি থেকে নিজেদের প্রযুক্তিপণ্যের ব্যবসাকে দায়মুক্তি দেওয়ার প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ খাতের ব্যবসায় যুক্তরাষ্ট্রকে সুযোগ করে দেওয়ারও প্রস্তাব দেবে তারা। আগামীকাল থেকে ওয়াশিংটন ডিসিতে দুই দিনব্যাপী টিকফা (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট) বৈঠকে যুক্তরাষ্ট্রের দিক থেকে এসব প্রস্তাব দেওয়া হবে বাংলাদেশকে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক, বাণিজ্য সচিব শুভাশীষ বসু এবং শ্রম সচিব আফরোজা খানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন মার্কিন বাণিজ্য দফতর ইউনাইটেড ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) বাণিজ্য প্রতিনিধি রবার্ট ই লাইটহাইজার। টিকফা ফোরামের চূড়ান্ত বৈঠক শুরুর আগে দুই পক্ষ ভিডিও কনফারেন্স ও চিঠি আদান-প্রদানের মাধ্যমে নিজ নিজ পক্ষের ‘অবস্থানপত্র’ চূড়ান্ত করেছে। জানা গেছে, এবারের টিকফা ফোরামের বৈঠকে বাংলাদেশ মার্কিন বাজারে তৈরি পোশাকের রপ্তানিতে ন্যায্যমূল্য দেওয়ার জোরালো আহ্বান রাখবে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ টানতে এক বা একাধিক ইকোনমিক জোন দেওয়ার প্রস্তাবও থাকবে বাংলাদেশের পক্ষ থেকে। এ জন্য বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সরকার আইন করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেসব সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে, তা জোরালোভাবে তুলে ধরবে প্রতিনিধিদল। বিনিময়ে বাংলাদেশের আইসিটি, টেলিকমিউনিকেশন, এনার্জি ও অবকাঠামো উন্নয়ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চাওয়া হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র এ দেশে আরও বেশি প্রযুক্তি ও তথ্য বিনিময় করুক এবং বাণিজ্য সম্পর্কিত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখুক, এটিও চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দিক থেকে সুনির্দিষ্টভাবে তুলা, ফার্মাসিউটিক্যাল ও মেডিক্যাল ডিভাইস এবং ডিজিটাল ইকোনমির নামে বাংলাদেশে ই-কমার্স খাতে বাজার সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। ব্যাংকিং চ্যানেলে বীমা ব্যবসা করার প্রস্তাবও থাকবে দেশটির পক্ষ থেকে। অনুষ্ঠেয় বৈঠকে দেশটি ফার্মাসিউটিক্যালস পণ্যের আমদানি সনদ বাংলাদেশ যাতে আরও সহজী করার পদক্ষেপ নেয়, সে বিষয়ে প্রস্তাব দেবে। এ ছাড়া মেধাস্বত্ব আইন, বিশেষ করে কপিরাইট আইন কার্যকর করার বিষয়েও বাংলাদেশকে চাপ দেবে তারা। এর বাইরে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক খাতে কর্মপরিবেশ এবং শ্রম আইন সংশোধন ও শ্রম অধিকার পরিস্থিতির কতটা উন্নতি ঘটেছে, এ বিষয়ে পর্যালোচনা এবং ব্যাখ্যা চাইবে যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘টিকফা ফোরামের বৈঠকে আমাদের দিক থেকে জিএসপি প্রত্যাহার করায় বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তুলে ধরা হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হবে। আমরা চাইব তারা যেন ডব্লিউটিওর চুক্তি অনুযায়ী শুল্ক ও কোটামুক্ত সুবিধা নিশ্চিত করে। আমাদের বাণিজ্য সহজীকরণের বিষয়েও দেশটির কৌশলগত সহায়তা চাওয়া হবে।’ যুক্তরাষ্ট্রের চাওয়া প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ‘তারা আমাদের দেশে তুলা ও ওষুধ রপ্তানি করে। এ দুটি পণ্য রপ্তানি আরও সহজীকরণ করার প্রস্তাব দিয়েছে তারা। বিশেষ করে তুলা রপ্তানির ক্ষেত্রে যে ‘‘ডাবল ইমিগ্রেশন’’ চালু রয়েছে, সেটি প্রত্যাহার চায় তারা। এ বিষয়ে আমাদের যে আইন রয়েছে সে অনুযায়ী সিদ্ধান্ত তুলে ধরা হবে।’ জানা গেছে, ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর প্রথম টিকফা কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় ঢাকায় ২০১৪ সালের এপ্রিলে। দ্বিতীয় বৈঠক ২০১৫ সালের নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে। তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ মে ঢাকায়। নিয়ম অনুযায়ী এবারেরটি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে