আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, তাদের প্রথমে যে পদক্ষেপটি নিতে হবে, তা হলো যে-ই অপরাধ করুক কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে। আইন সবার জন্য সমান এই নীতি গ্রহণ করতে হবে। সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারি দলের লোক বলে অপরাধ করে পার পাবে সেটা যেন না হয়। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে স্থপতি মোবাশ্বের হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে দেখা যায়, সরকারি দলের নেতা-কর্মীদের প্রতি আইনটা লিবারেল। অন্যদের ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু এটা করা যাবে না। সবার আগে নিজ দলের কর্মীদের জন্য আইনের সঠিক প্রয়োগ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে কঠোর প্রয়োগ করতে হবে। তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আগামীতে বাংলাদেশে যারাই সরকার গঠন করুক তাদের প্রতিশ্রুতি দিতে হবে—অন্যায়কারী যেই হোক, অন্যায় করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ করে সরকারি দলে থাকা লোকজনদের প্রতি বিশেষ নজর দিতে হবে। যেন কিছু হবে না—এমন ভাবনা নিয়ে অপরাধ করার সুযোগ না পায়। সব মানুষই তাদের নিজের সন্তানকে ভালো ভাবে। অন্য সন্তান অন্যায় করলেও নিজের সন্তানকেই বেশি শাসন করেন। কারণ, অন্যায় করলে শুধরানোর জন্য শাসন করে। তেমনি যে রাজনৈতিক দল দেশকে বেশি ভালোবাসবে জনগণ তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবে। সে কারণে তাকে প্রমাণ করতে হবে আইন সবার জন্য সমান। তিনি বলেন, রাজধানীসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে একটি সমন্বিত উদ্যোগ ও কমিটি দরকার। মানুষকে আইন মান্য করতে হবে। যে যার মতো চললে হবে না। রাজধানীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো কেবল সিটি মেয়রদের পক্ষে সমাধান সম্ভব নয়। কারণ সিটি করপোরেশনের মেয়র রাস্তার লাইট লাগাতে পারবে—কিন্তু লাইটটি যদি হেলে পড়ে যায়, সেটা ঠিক করার জন্য আরেকটি অধিদফতরকে লাগবে। অন্যদিকে রাস্তা বা ড্রেন পরিষ্কার করার জন্য আরেকটি বিভাগ কাজ করে। মন্ত্রণালয় ও অধিদফতর মিলে মোট ৫৬টির মতো সংস্থার কাজ হয়। এ জন্য শৃঙ্খলা ফেরানো কঠিন হয়ে পড়ে। যে কারণে একটি সমন্বিত উদ্যোগ দরকার। এখানে বিভিন্ন বিষয়ে পারদর্শী সাবেক সরকারি কর্মকর্তা বা বিশেষজ্ঞ প্যানেল থাকবে, তাদের পরামর্শ নিয়ে কাজ করলে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। সর্বোপরি সবার জন্য আইন সমান—এটা প্রয়োগের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষকে ঠকানো যাবে না। চুরি, ডাকাতি, ব্যাংক লুট রোধ করতে আইনের কঠোর প্রয়োগ করা দরকার।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি
—স্থপতি মোবাশ্বের হোসেন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর