আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, তাদের প্রথমে যে পদক্ষেপটি নিতে হবে, তা হলো যে-ই অপরাধ করুক কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে। আইন সবার জন্য সমান এই নীতি গ্রহণ করতে হবে। সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারি দলের লোক বলে অপরাধ করে পার পাবে সেটা যেন না হয়। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে স্থপতি মোবাশ্বের হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি উন্নয়নশীল দেশের ক্ষেত্রে দেখা যায়, সরকারি দলের নেতা-কর্মীদের প্রতি আইনটা লিবারেল। অন্যদের ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু এটা করা যাবে না। সবার আগে নিজ দলের কর্মীদের জন্য আইনের সঠিক প্রয়োগ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে কঠোর প্রয়োগ করতে হবে। তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আগামীতে বাংলাদেশে যারাই সরকার গঠন করুক তাদের প্রতিশ্রুতি দিতে হবে—অন্যায়কারী যেই হোক, অন্যায় করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ করে সরকারি দলে থাকা লোকজনদের প্রতি বিশেষ নজর দিতে হবে। যেন কিছু হবে না—এমন ভাবনা নিয়ে অপরাধ করার সুযোগ না পায়। সব মানুষই তাদের নিজের সন্তানকে ভালো ভাবে। অন্য সন্তান অন্যায় করলেও নিজের সন্তানকেই বেশি শাসন করেন। কারণ, অন্যায় করলে শুধরানোর জন্য শাসন করে। তেমনি যে রাজনৈতিক দল দেশকে বেশি ভালোবাসবে জনগণ তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবে। সে কারণে তাকে প্রমাণ করতে হবে আইন সবার জন্য সমান। তিনি বলেন, রাজধানীসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে একটি সমন্বিত উদ্যোগ ও কমিটি দরকার। মানুষকে আইন মান্য করতে হবে। যে যার মতো চললে হবে না। রাজধানীতে অনেক সমস্যা রয়েছে। এগুলো কেবল সিটি মেয়রদের পক্ষে সমাধান সম্ভব নয়। কারণ সিটি করপোরেশনের মেয়র রাস্তার লাইট লাগাতে পারবে—কিন্তু লাইটটি যদি হেলে পড়ে যায়, সেটা ঠিক করার জন্য আরেকটি অধিদফতরকে লাগবে। অন্যদিকে রাস্তা বা ড্রেন পরিষ্কার করার জন্য আরেকটি বিভাগ কাজ করে। মন্ত্রণালয় ও অধিদফতর মিলে মোট ৫৬টির মতো সংস্থার কাজ হয়। এ জন্য শৃঙ্খলা ফেরানো কঠিন হয়ে পড়ে। যে কারণে একটি সমন্বিত উদ্যোগ দরকার। এখানে বিভিন্ন বিষয়ে পারদর্শী সাবেক সরকারি কর্মকর্তা বা বিশেষজ্ঞ প্যানেল থাকবে, তাদের পরামর্শ নিয়ে কাজ করলে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে। সর্বোপরি সবার জন্য আইন সমান—এটা প্রয়োগের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। সাধারণ মানুষকে ঠকানো যাবে না। চুরি, ডাকাতি, ব্যাংক লুট রোধ করতে আইনের কঠোর প্রয়োগ করা দরকার।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ