মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিঙ্গাপুরে ভালো আছেন এরশাদ

জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। তিনি আশা করেন যে, পুরোপুরি সুস্থ হয়ে চেয়ারম্যান তাদের মাঝে ফিরে আসবেন। গতকাল  দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এরশাদের স্বাস্থ্যের অগ্রগতি জানান। এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি থাকাকালে এরশাদ দেশে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছিলেন। আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থা নিয়ে গেছেন, উপজেলা পদ্ধতি প্রবর্তন, রাস্তা-ঘাট ও ব্রিজ নির্মাণ করে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এরশাদের আমলেই দেশে দুর্নীতি তুলনামূলকভাবে কম ছিল। মানুষের মধ্যে শান্তি ও স্বস্তি ছিল। এ সময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি জাতীয় সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের হতদরিদ্র মানুষের কথা বলতে জাতীয় পার্টি কখনই পিছপা হবে না। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, রেজাউল ইসলাম ভূইয়া, সম্পাদকম লীর মধ্যে উপস্থিত ছিলেন- শফিউল্লাহ শফি, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, হাসিবুল ইসলাম জয়, গোলাম মোস্তফা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, নিগার সুলতানা রানী প্রমুখ। আজ দোয়া কামনা : এরশাদের সুস্থতা কামনায় আজ বিকাল ৪টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর