মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

অসাধু সিন্ডিকেট রুখে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

অসাধু সিন্ডিকেট রুখে দেওয়া হবে

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, রমজানে যদি কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়, তাহলে তাদের রুখে দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন, যাতে রমজানে ধর্মপ্রাণ মানুষের কোনো কষ্ট না হয়। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি শেষে এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খাঁটি ধর্মভীরু মুসলমান। তিনি নিজে রোজা রাখেন, অন্যকেও রোজা রাখতে উৎসাহিত করেন। তাই আমরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাই রোজা রাখব। সবার প্রতি রোজা রাখার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ ও রসূল যেভাবে রোজা রাখার নির্দেশ দিয়েছেন, রবকে খুশি করার জন্য সেভাবে যাতে রোজা পালন করি। ধর্মীয় চেতনা উজ্জীবিত রাখতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়নে র‌্যালির আয়োজন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য মানুষের ধর্মীয় চেতনা উজ্জীবিত করা। র‌্যালিতে অংশগ্রহণ করেন ইফার সচিব কাজী নাঈমুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর