মঙ্গলবার, ১৪ মে, ২০১৯ ০০:০০ টা
বিবিএসের তথ্য

দেশে দারিদ্র্যের হার ২১.৮ অতি দারিদ্র্য ১১.৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশ এবং হতদরিদ্রের হার ১১ দশমিক ৩ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গতকাল হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) প্রকল্পের চূড়ান্ত ডাটা প্রকাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিবিএসের মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন। বিবিএস মহাপরিচালক বলেন, দেশে উন্নয়নের কারণে দারিদ্র্যের হার কমছে প্রতিনিয়ত। হিসাব অনুযায়ী, ২০১৮ সালে দেশে চূড়ান্ত দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশ এবং হতদরিদ্র্যের হার ১১ দশমিক ৩ শতাংশ। ২০০৫ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ২৪ দশমিক ৩ শতাংশে। কৃষ্ণা গায়েন বলেন, ২০০৫ সালে মোট ১০ হাজার ৮০টি, ২০১০ সালে ১২ হাজার ২৪০টি এবং ২০১৬ সালে ৪৬ হাজার ৮০টি খানায় জরিপ করা হয়। দীর্ঘ সময় তথ্যউপাত্ত পর্যালোচনা করেই এ চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে বিবিএস। এ সময় প্রকল্প পরিচালক ড. দিপংকর রায়, উপপরিচালক আবদুল লতিফ ও বিবিএসের যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর