শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা
পুলিশের গাড়িতে হামলা নিয়ে সিআইডি

লক্ষ্য দাতাদের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক

দাতাদের দৃষ্টি আকর্ষণ ও পুলিশকে ভয় দেখাতে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল দুপুরে মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিআইডি-প্রধান বলেন, অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে এ হামলা হয়। হামলাকারীরা দাতাদের দেখাতে চেষ্টা করছে যে তাদের কার্যক্রম সচল রয়েছে। তারা দাতাদের কাছে এ হামলার কথা বলে আরও বেশি টাকা আদায়ের চেষ্টা করবে। এ ছাড়া হয়তো আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে ডোনারদের কাছ থেকে বেশি টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা। পুলিশ সদস্যদের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করাও এ হামলার আরেকটি কারণ বলে জানান সিআইডি-প্রধান। তিনি বলেন, মালিবাগে পুলিশের ভ্যানে হামলা করে হামলাকারীরা চেয়েছে পুলিশ সদস্যদের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করতে। তারা চেয়েছে যেন পুলিশের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাদের মনোবল দুর্বল হয়ে যায়। প্রসঙ্গত, ২৬ মে রাত ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের এএসআই রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন। পল্টন থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে আইএস।

এর আগে ২৯ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনারও দায় স্বীকার করে আইএস।

সর্বশেষ খবর