রাজধানীর একটি হোটেলে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আয়োজিত ইফতার মাহফিলে কূটনীতিক ও রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে রাজনীতিবিদ ও কূটনীতিক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকরা। ইফতার মাহফিলে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শুভেচ্ছা বক্তব্য দেন। ইফতারের ৫ মিনিট আগে হুইল চেয়ারে করে অনুষ্ঠানস্থলে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর এরশাদ হুইল চেয়ারে করেই অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এরশাদকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়। অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাবিদ সেলিম আব্দুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে, চাইনিজ অ্যাম্বাসেডর, কাতারের অ্যাম্বাসেডর, আফগানিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি, ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি, নেপালের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ভিয়েতনামের ফার্স্ট সেক্রেটারি, লিবিয়ান অ্যাম্বাসির কাউন্সিলরসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিগণ ছাড়াও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী ডা. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতিকুর রহমান। সিনিয়র সাংবাদিকদের মধ্যে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। জাপা নেতাদের মাঝে থেকে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, সোলেমান আলম শেঠ, আতিকুর রহমান, শফিকুল ইসলাম সেন্টু, লে. জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, হাসিবুল ইসলাম জয়, নুরুল ইসলাম ওমর প্রমুখ।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
এরশাদের ইফতারে মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর