রাজধানীর একটি হোটেলে গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আয়োজিত ইফতার মাহফিলে কূটনীতিক ও রাজনীতিবিদদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে রাজনীতিবিদ ও কূটনীতিক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকরা। ইফতার মাহফিলে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শুভেচ্ছা বক্তব্য দেন। ইফতারের ৫ মিনিট আগে হুইল চেয়ারে করে অনুষ্ঠানস্থলে আসেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর এরশাদ হুইল চেয়ারে করেই অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এরশাদকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়। অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাবিদ সেলিম আব্দুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে, চাইনিজ অ্যাম্বাসেডর, কাতারের অ্যাম্বাসেডর, আফগানিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি, ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি, নেপালের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ভিয়েতনামের ফার্স্ট সেক্রেটারি, লিবিয়ান অ্যাম্বাসির কাউন্সিলরসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিগণ ছাড়াও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী ডা. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আতিকুর রহমান। সিনিয়র সাংবাদিকদের মধ্যে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। জাপা নেতাদের মাঝে থেকে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, সোলেমান আলম শেঠ, আতিকুর রহমান, শফিকুল ইসলাম সেন্টু, লে. জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, হাসিবুল ইসলাম জয়, নুরুল ইসলাম ওমর প্রমুখ।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার