শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

দাতা সংস্থার পরামর্শে শিক্ষাব্যবস্থা চলবে না

অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

দাতা সংস্থার পরামর্শে শিক্ষাব্যবস্থা চলবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান বলেছেন, আমাদের দেশে কিছুদিন পরই পরই শিক্ষাব্যবস্থায় পরিবর্তন করা হয়। দাতা সংস্থা এসে যে পরামর্শ দেয় সেটাই বাস্তবায়নে তোড়জোড় শুরু হয়ে যায়। দাতা সংস্থার পরামর্শে নয়, শিক্ষাব্যবস্থা চলবে শিক্ষানীতির আলোকে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, দাতা সংস্থার পরামর্শ অনুযায়ী একটি পদ্ধতি চালু করা হয়, সমালোচনা হলেই বন্ধ করে নতুন পদ্ধতি নিয়ে আসা হয়। অথচ ২০১০ সালে গৃহীত শিক্ষানীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো আলোর মুখ দেখেনি। আট বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা করার দাবি ছিল। সরকারি কর্মকমিশনের মতো সরকারি শিক্ষা কমিশনের দাবি ছিল। কিন্তু এসব বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। কিছুদিন পরপর নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আসা হয়। আবার সমালোচনা হলে বন্ধ করে দিয়ে আবার নতুন পদ্ধতি চালু করা হয়। পরিকল্পনা মাফিক শিক্ষাব্যবস্থা না এগোনোয় আমরা হাবুডুবু খাচ্ছি।

সর্বশেষ খবর