সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতের কাছে জনস্বার্থ জিম্মি না হওয়া নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সড়ক ও পরিবহন আইন মালিক-শ্রমিকের অসন্তোষের কারণে করা যাচ্ছে না। মন্ত্রী জানান, মালিক ও শ্রমিকদের প্রতিবাদ বা আন্দোলন বাজে রকমের হয়েছে। এতে সাধারণ মানুষ অনেক অপমানিত হয়েছেন। মন্ত্রী গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে তাঁর অভিমত ব্যক্ত করছিলেন। ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের আন্দোলন রাতারাতি বন্ধ করা যায় না। এ খাতের সঙ্গে আরও অনেক কিছু সংশ্লিষ্ট। শ্রমিকরা ভিন্নমতের ছিল না। তারা ঐক্যবদ্ধ ছিল। প্রাথমিকভাবে যুক্তিতর্ক দিয়ে সমাধান করতে দেরি হয়ে গেছে। এটা হয়েছে তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণে। এখন এ বিষয়ে কাজ করা হচ্ছে। এ আইনের সঙ্গে নতুন কোনো কিছু যোগ করা যায় কিনা, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ মৌসুমে সড়কে দুর্ঘটনার চেয়ে বেশি ছিল মৃত্যু হার। দুর্ঘটনা হয় ৬৬টি। মূলত ইজিবাইক-সিএনজিচালিত অটোরিকশার কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। আর এসব দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা যায়। দূরপাল্লার ড্রাইভিংয়ে ও রাস্তার পাশে যানবাহন রাখায় দুর্ঘটনা ও দুর্ভোগ হয়। মন্ত্রী বলেন, এবার ঈদে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি ছিল। চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে সন্তোষজনক অবস্থানে যেতে পারিনি। বিআরটিএ এবার ২৫৫টি মামলা করে, এর বিপরীতে ৫ লাখ ২০০ টাকা জরিমানা আদায় হয়। এ ছাড়া টাঙ্গাইল রুটে যানজট হয়েছে। এর অন্যতম কারণ দূরপাল্লার গাড়ি এবং রাস্তার পাশে গাড়ি থামিয়ে হোটেলে আহার গ্রহণের প্রবণতা। ইজিবাইক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইজিবাইক-সিএনজি বন্ধ করতে হলে আমাদের বিকল্প পথে যেতে হবে। কারণ যারা এসব বাহন চালান তারা গরিব মানুষ। এ ধরনের গাড়িতে চলাচল করেন তারা বাধ্য হয়েই করেন। কারণ ওইসব জায়গায় যানসংকটের কারণে তাঁরা এটা করেন। সরকার এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে হাইওয়েতে ইজিবাইক-সিএনজি চলাচল নিয়ন্ত্রণে আনা গেছে। মন্ত্রী জানান, সবকিছু বিবেচনা করেই ইজিবাইক বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া গাড়িচালক ও বেপরোয়া যাত্রীর কারণে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর প্রতিকারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য বৈঠক করা হবে। সড়কে শৃঙ্খলা আনতে না পারলে কোনো পরিকল্পনা কাজে আসবে না। এ জন্য শুধু পরিকাঠামো পরিবর্তন করলে হবে না। জনগণের মানসিকতায়ও পরিবর্তন আনা চাই। সরকার সে লক্ষ্যে কাজ করে চলেছে। রাজধানীতে রাইড শেয়ারিং বিষয়ে তিনি বলেন, দেশে উবার, পাঠাও-এর মতো ২০ থেকে ২২টি রাইড শেয়ারিং কোম্পানি রয়েছে। রাইড শেয়ারিংয়ের কারণে যানসংকট অনেকটা নিরসন হয়েছে। অটোরিকশায় ভাড়া বেশি নেওয়ার বা জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। এ রকম অভিযোগ রাইড শেয়ারিং নিয়ে হয় না। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, এক মাসের মধ্যে রাইড শেয়ারিং নীতিমালা করা হবে।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
মালিক শ্রমিক অসন্তোষে আইন করা যাচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর