সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতের কাছে জনস্বার্থ জিম্মি না হওয়া নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সড়ক ও পরিবহন আইন মালিক-শ্রমিকের অসন্তোষের কারণে করা যাচ্ছে না। মন্ত্রী জানান, মালিক ও শ্রমিকদের প্রতিবাদ বা আন্দোলন বাজে রকমের হয়েছে। এতে সাধারণ মানুষ অনেক অপমানিত হয়েছেন। মন্ত্রী গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে তাঁর অভিমত ব্যক্ত করছিলেন। ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের আন্দোলন রাতারাতি বন্ধ করা যায় না। এ খাতের সঙ্গে আরও অনেক কিছু সংশ্লিষ্ট। শ্রমিকরা ভিন্নমতের ছিল না। তারা ঐক্যবদ্ধ ছিল। প্রাথমিকভাবে যুক্তিতর্ক দিয়ে সমাধান করতে দেরি হয়ে গেছে। এটা হয়েছে তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণে। এখন এ বিষয়ে কাজ করা হচ্ছে। এ আইনের সঙ্গে নতুন কোনো কিছু যোগ করা যায় কিনা, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ মৌসুমে সড়কে দুর্ঘটনার চেয়ে বেশি ছিল মৃত্যু হার। দুর্ঘটনা হয় ৬৬টি। মূলত ইজিবাইক-সিএনজিচালিত অটোরিকশার কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। আর এসব দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা যায়। দূরপাল্লার ড্রাইভিংয়ে ও রাস্তার পাশে যানবাহন রাখায় দুর্ঘটনা ও দুর্ভোগ হয়। মন্ত্রী বলেন, এবার ঈদে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি ছিল। চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে সন্তোষজনক অবস্থানে যেতে পারিনি। বিআরটিএ এবার ২৫৫টি মামলা করে, এর বিপরীতে ৫ লাখ ২০০ টাকা জরিমানা আদায় হয়। এ ছাড়া টাঙ্গাইল রুটে যানজট হয়েছে। এর অন্যতম কারণ দূরপাল্লার গাড়ি এবং রাস্তার পাশে গাড়ি থামিয়ে হোটেলে আহার গ্রহণের প্রবণতা। ইজিবাইক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইজিবাইক-সিএনজি বন্ধ করতে হলে আমাদের বিকল্প পথে যেতে হবে। কারণ যারা এসব বাহন চালান তারা গরিব মানুষ। এ ধরনের গাড়িতে চলাচল করেন তারা বাধ্য হয়েই করেন। কারণ ওইসব জায়গায় যানসংকটের কারণে তাঁরা এটা করেন। সরকার এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে হাইওয়েতে ইজিবাইক-সিএনজি চলাচল নিয়ন্ত্রণে আনা গেছে। মন্ত্রী জানান, সবকিছু বিবেচনা করেই ইজিবাইক বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া গাড়িচালক ও বেপরোয়া যাত্রীর কারণে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর প্রতিকারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য বৈঠক করা হবে। সড়কে শৃঙ্খলা আনতে না পারলে কোনো পরিকল্পনা কাজে আসবে না। এ জন্য শুধু পরিকাঠামো পরিবর্তন করলে হবে না। জনগণের মানসিকতায়ও পরিবর্তন আনা চাই। সরকার সে লক্ষ্যে কাজ করে চলেছে। রাজধানীতে রাইড শেয়ারিং বিষয়ে তিনি বলেন, দেশে উবার, পাঠাও-এর মতো ২০ থেকে ২২টি রাইড শেয়ারিং কোম্পানি রয়েছে। রাইড শেয়ারিংয়ের কারণে যানসংকট অনেকটা নিরসন হয়েছে। অটোরিকশায় ভাড়া বেশি নেওয়ার বা জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। এ রকম অভিযোগ রাইড শেয়ারিং নিয়ে হয় না। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী জানান, এক মাসের মধ্যে রাইড শেয়ারিং নীতিমালা করা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ