বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

ফুটবল বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

লাওসের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলের প্রথম রাউন্ডে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। রবিউল গোল করে দারুণ এক জয় উপহার দিয়েছিলেন। তবে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আনন্দ উৎসবটা ঘরের মাটিতে আপন দর্শকদের সামনেই করতে চেয়েছিলেন রবিউল-জামাল ভূঁইয়ারা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাওসের সঙ্গে স্বস্তিকর এক ড্র করে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল বাংলাদেশ। জয় না পেলেও তাই আগের ম্যাচে জয়ের উৎসবটা ঠিকই করলেন রবিউলরা। তাছাড়া তাদের জয়ের আনন্দে শামিল হতে ফুটবল দর্শকরাও এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হবে বাংলাদেশকে। রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল লাল-সবুজের জার্সিধারীরা। সেবার অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের সঙ্গে খেলে একটা ম্যাচে ড্র করেছিল। এবার কাদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে তা জানা যাবে ১৭ জুলাই। ড্র অনুষ্ঠিত হবে কাতাদের দোহা শহরে।

বাংলাদেশের ফুটবলে দূরবস্থা চলছিল দীর্ঘদিন ধরেই। তবে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ওঠে এক নতুন দিনের স্বপ্নই দেখালেন রবিউল-জীবনরা। এই পর্বে নিজেদের মেলে ধরতে পারলে বাংলাদেশের ফুটবল এক নতুন দিকেই পথ চলতে শুরু করবে!

সর্বশেষ খবর