মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটের বরপুত্র সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটের বরপুত্র সাকিব

‘আমাদের একজন সাকিব আছে’- বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বলেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। সেদিন অনেকেই হয়তো ভ্রু কুঁচকেছিলেন টাইগার অধিনায়কের এমন মন্তব্যে। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের এখন পর্যন্ত সাকিব আল হাসানের যে পারফরম্যান্স, তাতে বলতেই হবে সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার এবং বিশ্বের সব সময়কার সেরা অলরাউন্ডারদের অন্যতম। সাকিব ক্রিকেটের ‘বরপুত্র’। বিশ্বসেরা অলরাউন্ডার যখন খেলতে নামেন, তখন গোটা দেশ অধীর অপেক্ষায় থাকে উৎসবের রঙে সাজতে। দিন শেষে সাকিবের ব্যাট হাসে। রংধনুর সাত রঙে সাজেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্নপূরণের ম্যাচে নামার আগে বেশকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন সাকিব। ৯৯ বলে ১২৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে রেকর্ডবুকে নাম লিখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ জেতানো ইনিংসটি চলতি বিশ্বকাপে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। সাকিবের আগে দুটি করে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের জো রুট ও ভারতের রোহিত শর্মা। ৪ ম্যাচে সাকিবের রান ৩৮৪। ক্রিকেট মহাযজ্ঞ শুরু করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ এবং তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর