শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পরীক্ষা শুরুর ২-৩ মিনিট পর হলে আসে পপি

ফেনী প্রতিনিধি

পরীক্ষা শুরুর ২-৩ মিনিট পর হলে আসে পপি

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বৃহস্পতিবার সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আবুল খায়েরের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা অনুষ্ঠিত হয়েছে। সাক্ষ্য প্রদানের সময় শিক্ষক আবুল খায়ের বলেন, ঘটনার দিন তিনি একটি পরীক্ষা হলের গার্ড ছিলেন। ওইদিন যথাসময় পরীক্ষা শুরু হলেও তিনজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তারপর পরীক্ষা শুরুর ২-৩ মিনিট পর এক ছাত্রী হলে উপস্থিত হন। পরে তিনি জানতে পারেন তার নাম উম্মে সুলতানা পপি। তিনি পপিকে জিজ্ঞেস করেছিলেন এতক্ষণ কোথায় ছিল। পপি উত্তর দিয়েছে, সে বাথরুমে ছিল। তার কয়েক মিনিট পরই বাইরে শোরগোল শোনা যায় এবং অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। বুধবার আবুল খায়েরের সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠানের কথা ছিল। নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্য ও জেরা প্রদানে আদালতের কার্যদিবস শেষ হয়ে যাওয়ায় আদালত বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। এদিকে আদালত ১৪ জুলাই বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন সাক্ষ্য দেবেন সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ হেলাল উদ্দিন ও মোহাম্মদ ইউছুফ।

সর্বশেষ খবর