জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেওয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বক্তব্যকে ‘মিথ্যা গল্প’ বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বরং তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে তার কাছে ‘চাঁদা’ দাবির অভিযোগ করেন। উপাচার্য তার বিরুদ্ধে করা অভিযোগের তদন্তও দাবি করেন। গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব অভিযোগ করেন। উপাচার্য বলেন, ‘গত ৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আমার বাসভবনে আলোচনার জন্য আসেন। আলোচনার একপর্যায়ে তারা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ৪ থেকে ৬ পার্সেন্ট চাঁদা দাবি করেন। কিন্তু আমি এ দাবি প্রত্যাখ্যান করি। আর এতেই শোভন-রাব্বানী হতাশ হয়েছিল। সে কারণেই এখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা।’ এ ছাড়া অসুস্থতার কারণে গত মে মাসে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেখানে শোভন-রাব্বানী গিয়ে প্রকল্পের ২-৩টি টেন্ডারের শিডিউল দাবি করেন বলেও অভিযোগ করেন উপাচার্য। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে গোলাম রাব্বানী উল্লেখ করেন, ‘উপাচার্য ম্যামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ব্যবহার করে কাজের ডিলিংস করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার পূর্বে জাবি শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হয়।’ গোলাম রাব্বানীর এ বক্তব্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘জাবি প্রশাসন শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দিয়েছেন বলে গোলাম রাব্বানী যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য। বরং শোভন ও রাব্বানীর নির্দেশেই শাখা ছাত্রলীগ গত ৮ আগস্ট জাবি উপাচার্যের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করে দেয়। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে শাখা ছাত্রলীগ কিছুই জানে না। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘উন্নয়ন প্রকল্পের ২ কোটি টাকা ছাত্রলীগের পকেটে!’ শীর্ষক সংবাদ প্রচারিত হলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে তিন দফা দাবিতে টানা দুই সপ্তাহ আন্দোলন করেন তারা। অবশেষে গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তিন দফা দাবির দুটি মেনে নেয় প্রশাসন। তবে দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে আইনি যাচাই-বাছাই শেষে আগামী বুধবার আবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
শিরোনাম
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন