জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেওয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বক্তব্যকে ‘মিথ্যা গল্প’ বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বরং তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে তার কাছে ‘চাঁদা’ দাবির অভিযোগ করেন। উপাচার্য তার বিরুদ্ধে করা অভিযোগের তদন্তও দাবি করেন। গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব অভিযোগ করেন। উপাচার্য বলেন, ‘গত ৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আমার বাসভবনে আলোচনার জন্য আসেন। আলোচনার একপর্যায়ে তারা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ৪ থেকে ৬ পার্সেন্ট চাঁদা দাবি করেন। কিন্তু আমি এ দাবি প্রত্যাখ্যান করি। আর এতেই শোভন-রাব্বানী হতাশ হয়েছিল। সে কারণেই এখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা।’ এ ছাড়া অসুস্থতার কারণে গত মে মাসে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেখানে শোভন-রাব্বানী গিয়ে প্রকল্পের ২-৩টি টেন্ডারের শিডিউল দাবি করেন বলেও অভিযোগ করেন উপাচার্য। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে গোলাম রাব্বানী উল্লেখ করেন, ‘উপাচার্য ম্যামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ব্যবহার করে কাজের ডিলিংস করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার পূর্বে জাবি শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হয়।’ গোলাম রাব্বানীর এ বক্তব্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘জাবি প্রশাসন শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দিয়েছেন বলে গোলাম রাব্বানী যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য। বরং শোভন ও রাব্বানীর নির্দেশেই শাখা ছাত্রলীগ গত ৮ আগস্ট জাবি উপাচার্যের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করে দেয়। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে শাখা ছাত্রলীগ কিছুই জানে না। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘উন্নয়ন প্রকল্পের ২ কোটি টাকা ছাত্রলীগের পকেটে!’ শীর্ষক সংবাদ প্রচারিত হলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে তিন দফা দাবিতে টানা দুই সপ্তাহ আন্দোলন করেন তারা। অবশেষে গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তিন দফা দাবির দুটি মেনে নেয় প্রশাসন। তবে দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে আইনি যাচাই-বাছাই শেষে আগামী বুধবার আবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
শিরোনাম
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
জাহাঙ্গীরনগরের ভিসি মুখ খুললেন ছাত্রলীগ নিয়ে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর