জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেওয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বক্তব্যকে ‘মিথ্যা গল্প’ বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বরং তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে তার কাছে ‘চাঁদা’ দাবির অভিযোগ করেন। উপাচার্য তার বিরুদ্ধে করা অভিযোগের তদন্তও দাবি করেন। গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব অভিযোগ করেন। উপাচার্য বলেন, ‘গত ৮ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আমার বাসভবনে আলোচনার জন্য আসেন। আলোচনার একপর্যায়ে তারা উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ৪ থেকে ৬ পার্সেন্ট চাঁদা দাবি করেন। কিন্তু আমি এ দাবি প্রত্যাখ্যান করি। আর এতেই শোভন-রাব্বানী হতাশ হয়েছিল। সে কারণেই এখন আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা।’ এ ছাড়া অসুস্থতার কারণে গত মে মাসে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেখানে শোভন-রাব্বানী গিয়ে প্রকল্পের ২-৩টি টেন্ডারের শিডিউল দাবি করেন বলেও অভিযোগ করেন উপাচার্য। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে গোলাম রাব্বানী উল্লেখ করেন, ‘উপাচার্য ম্যামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ব্যবহার করে কাজের ডিলিংস করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করেছেন। যার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার পূর্বে জাবি শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হয়।’ গোলাম রাব্বানীর এ বক্তব্যের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, ‘জাবি প্রশাসন শাখা ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা দিয়েছেন বলে গোলাম রাব্বানী যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য। বরং শোভন ও রাব্বানীর নির্দেশেই শাখা ছাত্রলীগ গত ৮ আগস্ট জাবি উপাচার্যের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করে দেয়। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে শাখা ছাত্রলীগ কিছুই জানে না। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘উন্নয়ন প্রকল্পের ২ কোটি টাকা ছাত্রলীগের পকেটে!’ শীর্ষক সংবাদ প্রচারিত হলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে তিন দফা দাবিতে টানা দুই সপ্তাহ আন্দোলন করেন তারা। অবশেষে গত বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে তিন দফা দাবির দুটি মেনে নেয় প্রশাসন। তবে দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে আইনি যাচাই-বাছাই শেষে আগামী বুধবার আবার বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
জাহাঙ্গীরনগরের ভিসি মুখ খুললেন ছাত্রলীগ নিয়ে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর