রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রী-এমপিরা সম্পদের হিসাব দিন : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের সাবেক ও বর্তমান সব মন্ত্রী ও এমপির সম্পদের হিসাব জনগণকে দেখানোর দাবি তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আমরা সব মন্ত্রী ও এমপির সম্পদের হিসাব দেখতে চাই। জনসম্মুখে এই হিসাব দিতে হবে। আমরা এও জানতে চাই, মন্ত্রী-এমপি হওয়ার আগে তাদের কত সম্পদ ছিল এবং এখন কত বেড়েছে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য রাখেন। সাবেক বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ দুর্র্নীতিবিরোধী চলমান অভিযান সম্পর্কে বলেন, এ অভিযান সফল হবে না যতক্ষণ পর্যন্ত রাব্বানী, শোভন এবং সম্রাটদের না ধরা হবে। এদের পেছনে যে মন্ত্রী ও প্রভাবশালীরা আছেন, তাদেরও চিহ্নিত করতে হবে।

 

সর্বশেষ খবর