পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুলিশের বাধার মুখে গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ ডেকেছিল দলটি। আমাদের প্রতিনিধিরা জানান, বিএনপির বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিলেও অনেক এলাকায় বিভিন্ন বাম সংগঠনকে সমাবেশ করতে দেয়। এ সময় তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের স্থল থেকে শাহরিয়ার চৌধুরী ইমন নামের একজন বিএনপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ডলি আহমেদ নামের একজন নেত্রীকে লাঞ্ছিত করে। নারায়ণগঞ্জ মহানগরী বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়ে তা প করে দিলেও একই স্থানে একটি বাম সংগঠনকে পুলিশ নিজেরা পাহারা দিয়ে সমাবেশ করতে দিয়েছে বলে অভিযোগ করে স্থানীয় বিএনপি। গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এ প্রতিবাদ সমাবেশ করারও ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে অজ্ঞাত কারণে ঢাকার এ বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে, এর সঙ্গে সিন্ডিকেট জড়িত। এ সিন্ডিকেটের পেছনে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা কাজ করেছে। সরকার ব্যর্থ হয়েছে, আগে ধারণাই করতে পারেননি কত আসছে, কত রপ্তানি হচ্ছে। যার ফলে আজকে পিয়াজের মতো একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। শুধু পিয়াজই নয়, সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমরা সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’