মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
পিয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদ

বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুলিশের বাধার মুখে গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ ডেকেছিল দলটি। আমাদের প্রতিনিধিরা জানান, বিএনপির বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিলেও অনেক এলাকায় বিভিন্ন বাম সংগঠনকে সমাবেশ করতে দেয়। এ সময় তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের স্থল থেকে শাহরিয়ার চৌধুরী ইমন নামের একজন বিএনপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ডলি আহমেদ নামের একজন নেত্রীকে লাঞ্ছিত করে। নারায়ণগঞ্জ মহানগরী বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়ে তা প  করে দিলেও একই স্থানে একটি বাম সংগঠনকে পুলিশ নিজেরা পাহারা দিয়ে সমাবেশ করতে দিয়েছে বলে অভিযোগ করে স্থানীয় বিএনপি। গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এ প্রতিবাদ সমাবেশ করারও ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে অজ্ঞাত কারণে ঢাকার এ বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়।  এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে, এর সঙ্গে সিন্ডিকেট জড়িত। এ সিন্ডিকেটের পেছনে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা কাজ করেছে। সরকার ব্যর্থ হয়েছে, আগে ধারণাই করতে পারেননি কত আসছে, কত রপ্তানি হচ্ছে। যার ফলে আজকে পিয়াজের মতো একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। শুধু পিয়াজই নয়, সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমরা সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি।

সর্বশেষ খবর