পিয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুলিশের বাধার মুখে গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ ডেকেছিল দলটি। আমাদের প্রতিনিধিরা জানান, বিএনপির বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিলেও অনেক এলাকায় বিভিন্ন বাম সংগঠনকে সমাবেশ করতে দেয়। এ সময় তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের স্থল থেকে শাহরিয়ার চৌধুরী ইমন নামের একজন বিএনপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ডলি আহমেদ নামের একজন নেত্রীকে লাঞ্ছিত করে। নারায়ণগঞ্জ মহানগরী বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দিয়ে তা প করে দিলেও একই স্থানে একটি বাম সংগঠনকে পুলিশ নিজেরা পাহারা দিয়ে সমাবেশ করতে দিয়েছে বলে অভিযোগ করে স্থানীয় বিএনপি। গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে এ প্রতিবাদ সমাবেশ করারও ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে অজ্ঞাত কারণে ঢাকার এ বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে, এর সঙ্গে সিন্ডিকেট জড়িত। এ সিন্ডিকেটের পেছনে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা কাজ করেছে। সরকার ব্যর্থ হয়েছে, আগে ধারণাই করতে পারেননি কত আসছে, কত রপ্তানি হচ্ছে। যার ফলে আজকে পিয়াজের মতো একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। শুধু পিয়াজই নয়, সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমরা সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি।
শিরোনাম
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন