দেশে গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে দরিদ্র মানুষের সংখ্যা কমলেও আয় বৈষম্য বিপজ্জনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। গতকাল এক সেমিনারে তিনি বলেন, সরকারের জনবান্ধব অর্থনৈতিক নীতিমালার পরিপ্রেক্ষিতে দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে ২০১০ সালে ৩১ দশমিক ৫ শতাংশ এবং ২০১৯ সালে ২১ শতাংশে নেমে এসেছে। বর্তমানে ১৭ কোটি লোকের মধ্যে সাড়ে ৩ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। গত ১১ বছরে জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৬ দশমিক ৮ শতাংশ ছিল, যা ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশে উন্নীত হয়েছে। অপরদিকে গিনিসহগ, খানাজরিপ এবং পামা অনুপাত পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশ বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ১৯৭২ সালের গিনিসহগ দশমিক ৩৩ শতাংশ থেকে ২০১৯ সালে দশমিক ৪৮ শতাংশে বেড়ে গেছে। রাজধানীর টিসিবি ভবনে প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘ক্রেতা, উৎপাদনকারী ও ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এসব কথা বলেন। সেমিনারে ফরাসউদ্দিন বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ শতাংশ, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক এই একান্ত সচিব দেশে মূল্যস্ফীতির কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ১৯৭৩ থেকে ১৯৭৫ সালে মূল্যস্ফীতি হয়েছিল। ওই সময় সমস্যাসংকুল বৈশ্বিক অর্থনীতির কারণে মূল্যস্ফীতি বেড়েছিল। দ্বিতীয়টি হলো ২০০৭ সালে। ওই সময় খাদ্য পরিস্থিতি সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকার আগাম বিচার-বিশ্লেষণ করতে পারেনি। ফলে ১১-১২ শতাংশ মূল্যস্ফীতি হয়ে যায়। ফরাসউদ্দিন ২০১১ সালে শেয়ারবাজারে শেয়ারের মূল্যবৃদ্ধিকে একটি মূল্যস্ফীতির ঘটনা উল্লেখ করে বলেন, একটি সরকারি প্রতিষ্ঠান, যেখানে আমি কাজ করেছি, তারা পুঁজিবাজার সম্পর্কে বেশ অজ্ঞতার পরিচয় দিয়ে, সেটাকে নিয়ন্ত্রণ না করার ফলে শেয়ারবাজার রমরমা হয়ে যায়। সাম্প্রতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে ফরাসউদ্দিন আশা প্রকাশ করেন এবং প্রার্থনা করেন যে, এবার যেন মূল্যস্ফীতি ততটা বেড়ে না যায়। তিনি ১৯৯৮ সালে চালের মূল্য বৃদ্ধির ঘটনা উল্লেখ করে বলেন, ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমাদের কাছে ১০ লাখ মেট্রিক টন চাল আছে। প্রয়োজনে দুই থেকে তিন মাস সরকারের এই চাল খোলা বাজারে বিক্রি করা হবে। সরকারের এই মজুদ পরিস্থিতি ওই সময়ে মূল্যস্ফীতি সহনীয় রাখতে সহায়তা করেছিল বলে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। মূল প্রবন্ধে ফরাসউদ্দিন লবণ, ভোজ্যতেল, পিয়াজ, ব্যাংক সুদ, গণপরিবহন, চিনি এবং স্বাস্থ্যসেবা এই খাতগুলো নিয়ে বাজার গবেষণার জন্য পরামর্শ দেন প্রতিযোগিতা কমিশনকে। প্রতিযোগিতা আইন সঠিকভাবে কার্যকর হলে সেটি জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ বেড়ে যায় বলেও তথ্য দেন তিনি। ব্যবসায়ী ও ক্রেতার স্বার্থ সংরক্ষণে তিনি ১০টি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। এগুলো হলো- বাজারে পণ্য ও সেবার তথ্যভা ার গড়ে তোলা, জনগণের মাঝে আস্থার পরিবেশ নিশ্চিত করা, অর্থনৈতিক যৌক্তিকতা দেখে সিদ্ধান্ত গ্রহণ, কমিশনের সক্ষমতা বাড়ানো, ডিজিটাল সংস্কৃতি দৃশ্যমান করা, সব কেনাকাটা ও দরপত্রে স্বচ্ছতা নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড, বিএসইসি, এনার্জি রেগুলেটরি কমিশন, ট্যারিফ কমিশনের সমন্বিত উদ্যোগ গ্রহণ, দরপত্রে শর্ত প্রত্যাহার করা যাতে সবার জন্য সমান সুযোগ থাকে, কৃষক বা উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে সমবায় গঠন করা। এ ছাড়া বাজার স্থিতিশীল রাখতে তিনি নিয়মিত ও মাঝে মাঝে বিনা নোটিসে পরিদর্শনের ওপরও গুরুত্ব দেন।
শিরোনাম
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
- দাখিলের অষ্টম শ্রেণিতে বৃত্তির নীতিমালা প্রকাশ
দেশ বিপজ্জনক আয় বৈষম্যের পথে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর