মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএম থেকে সরবে না ইসি আতিককে শোকজ

নিজস্ব প্রতিবেদক

ইভিএম থেকে সরবে না ইসি আতিককে শোকজ

সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে বিএনপির দাবি নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সিইসি বলেছেন, ইভিএম থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। ইভিএমে ভোটগ্রহণের বিষয়ে তারা (বিএনপি) আপত্তি করেছে। আমরা তাদের বুঝিয়ে বলেছি, ইভিএম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। মেশিনে ভোট নেওয়া হলে যার ভোট, সে দিতে পারবে। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন নিয়ে যেসব অনিয়ম ছিল যেমন বাক্স ছিনতাই করে নিয়ে গিয়ে ব্যালট ভরে আবার কেন্দ্রে রেখে দেওয়া, ব্যালট বক্স পানিতে ফেলে দেওয়া, আগুনে পুড়িয়ে দেওয়া। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল ৪টায় সিইসির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। বৈঠক চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে ২১ দফা লিখিত দাবি জানানো হয়। এর মধ্যে আছে নির্বাচনের সময় পুরনো মামলায় গ্রেফতার থেকে বিরত থাকা, রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান স্থগিত রাখা, প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর দায়িত্বে নিরাপত্তা সেল করা, পোলিং এজেন্টদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি। বিএনপির দাবির বিষয়ে সিইসি বলেন, নানা কারণে আমাদের নির্বাচন ব্যবস্থায় কিছু অনিয়ম থেকে গিয়েছিল। সেসব থেকে বেরিয়ে আসতে আমরা মেশিনে (ইভিএম) ভোট নিতে চাই। ইভিএমে প্রক্সি ভোট দেওয়া যায় না। একজন একবারের বেশি ভোট দিতে পারবে না। এই প্রটেকশনগুলো ইভিএমের মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছি। আমরা তাদের বলেছি ইভিএমে নীরবে কারচুপি হওয়ার সুযোগ নেই। ইতিপূর্বে আমরা সংসদ নির্বাচন করেছি, স্থানীয় সরকার নির্বাচন করেছি সেখানে কারচুপির অভিযোগ আসেনি। ভোটার ও প্রার্থীদের মধ্যে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এখানে প্রোগ্রামিং করার কোনো সুযোগ নেই। প্রোগ্রামিং আমাদের হাতে থাকবে। এটা অনলাইন নয়, অফলাইন সিস্টেম। এখানে হ্যাকিংয়ের কোনো সুযোগ নেই। তিনি বলেন, পুলিশের প্রার্থী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলার বিষয়ে আমরা বিএনপিকে বলেছি, বৈঠক করে পুলিশকে কঠোরভাবে বলে দেব প্রার্থী ও সমর্থকদের ৩০ জানুয়ারির আগে কোনো ধরনের নিষ্প্রোয়জনীয় হয়রানি করা যাবে না। আতিককে কারণ দর্শানোর নোটিস ইসির : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম গতকাল আতিকুলের কাছে যে নোটিস পাঠিয়েছেন তার জবাব তাকে দিতে হবে আগামী দুই দিনের মধ্যে। ইসিতে ইভিএম প্রদর্শনী : ঢাকা দুই সিটি নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রদর্শনীর আয়োজন করেছে নির্বাচন কমিশন। গতকাল সাড়ে ৩টার দিকে নির্বাচন ভবনে এই প্রদর্শনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম প্রযুক্তি বিশেষজ্ঞরা যন্ত্রটির নানা খুটিনাটি ব্যাখ্যা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল মো. কামাল উদ্দিন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ভোটার নম্বর, বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ভোটার শনাক্তের পর একজন ভোটার গোপন কক্ষে প্রবেশ করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে জানান ইভিএম পরিচালক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর