বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পুলিশকে মারধর

ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলর শওকতসহ আটজন কারাগারে

আদালত প্রতিবেদক

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতসহ আটজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। এর আগে খিলগাঁও থানার পুলিশ আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কারাগারে যাওয়া অন?্য আসামিরা হলেন- মারুফুর রহমান ইমন, ওয়ালিদ হোসেন আহাদ, জুনায়েদ হোসেন ফারহান, মিন্টু গাজী,  মোখলেছুর রহমান, আলমগীর হোসেন সরদার এবং মোস্তাফিজুর রহমান মন্টু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর