শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নোট-গাইড বন্ধ করতে চাই

নিজস্ব প্রতিবেদক

নোট-গাইড বন্ধ করতে চাই

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, ‘আমরা নোট গাইড ব্যবস্থা বন্ধ করতে চাই। বর্তমান সৃজনশীল শিক্ষাব্যবস্থায় নোট গাইডের কোনো প্রয়োজন নেই।’ গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত দক্ষতাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ‘ঢাকা ঘোষণা’ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২ থেকে ৪ ফেব্রুয়ারি ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘অনেক প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষক নোট গাইড প্রকাশকের কাছ থেকে আর্থিক সুবিধা নেন আর ছাত্রছাত্রীদের নোট গাইড কিনতে বাধ্য করেন।

 জেলা প্রশাসনকে বলব এসব বন্ধে আপনারা আরও তৎপর হবেন।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর