বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ফকিরকে স্যান্ডেল পরিয়ে সরকার তৃপ্তি প্রকাশ করছে, কিন্তু ফকিরের ফকিরত্ব ঘোচাতে পারছে না। দুর্বৃত্তরা সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় নগরের কিনব্রিজ এলাকায় ‘দেশ রক্ষা অভিযাত্রা’ শীর্ষক সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার বাস্তবায়নের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ভেবেছিলাম, এই দেশ হবে ফুলের বাগান। কিন্তু আমাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। দেশ ফুলের বাগান নয়, ক্যাসিনোর বাগানে পরিণত হয়েছে। চতুর্দিকে উন্নয়নের জয়ধ্বনি করা হচ্ছে, অথচ দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে। বিদেশে পাচার করা হচ্ছে লাখ কোটি টাকা। তাই ইনসাফের জন্য আবার নতুন করে লড়াই করতে হবে। মদিনা সনদের ভিত্তিতে নয়, দেশ চালাতে হবে ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার ভিত্তিতে। ‘গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো, গদি-নীতি-ব্যবস্থা বদলাও, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সভাপতি মন্ডলীর সদস্য কাফি রতন ও অনিরুদ্ধ দাস অঞ্জন ও সম্পাদক জলি তালুকদার। এ ছাড়া অন্যদের মধ্যে সিপিবি সিলেটের সভাপতি হাবিবুল ইসলাম খোকা, হবিগঞ্জের সভাপতি হাবিবুর রহমান, চিত্তরঞ্জন তালুকদার, মকবুল হোসেন, পীযূষ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে নগরে একটি মিছিল বের করা হয়। সমাবেশ শুরুর আগে উদীচী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
শিরোনাম
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের