শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশে সৎ রাজনীতির আদর্শবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে

বাগেরহাট প্রতিনিধি

দেশে সৎ রাজনীতির আদর্শবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে

মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বামপন্থিদের নেতৃত্বে একটা সৎ রাজনীতির আদর্শবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা উপর থেকে হবে না, নিচের থেকে ঘরে ঘরে গিয়ে মানুষ তৈরি করে ফেলতে হবে। এর জন্য একভাগ শোষক লুটেরার বিরুদ্ধে আমাদের আবার বিদ্রোহ করতে হবে। ২০ বছরে পাকিস্তান বাঙালির সম্পদ যতটা না পাচার করেছে গত ১০ বছরে এর ১০ গুণ বেশি সম্পদ আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। গতকাল দুপুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশের      কমিউনিস্ট পার্টির দুই দিনব্যাপী খুলনা বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিপিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিউনিস্ট যুব ক্যাম্পে আরও বক্তব্য রাখেন সিপিবির সম্পাদকম লীর সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান ও জেলা সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল। প্রসঙ্গত, আজ খুলনা বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্প শেষ হবে। এই ক্যাম্পে খুলনা বিভাগের পাঁচ জেলার শতাধিক তরুণ অংশ গ্রহণ করছেন। দুই দিনের এ যুব ক্যাম্পে অংশ নেওয়া তরুণদের দলের নানা সাংগঠনিক প্রশিক্ষণ দেবেন পার্টির নেতারা।

সর্বশেষ খবর