শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের রাতভর সংঘর্ষ আহত অর্ধশত

চবি প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এর আগে বুধবার বিকালেও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জানা গেছে, বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ একাধিক গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতা-কর্মীদের মারামারি হয়। এ সময় হলের লাইট ও কক্ষ ভাঙচুর করা হয়। উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। রাত পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ জনকে আটক করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। আটককৃতদের যাচাই করা হবে। এর আগে বুধবার বিকালে কনকর্ড ও বিজয় গ্রুপের মধ্যকার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর