সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিশেষ বিমানে আজ ঢাকা ছাড়ছে মার্কিন নাগরিকরা

কূটনৈতিক প্রতিবেদক

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আমেরিকান নাগরিককে আজ ফিরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, একটি বিশেষ ফ্লাইটে সকালে স্বেচ্ছায় ফিরতে আগ্রহীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তারা আবার ফিরে আসবেন। তিনি আরও জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ হচ্ছে না। কনস্যুলার সেকশন আমেরিকানদের জন্য সব দিন ২৪ ঘণ্টা খোলা থাকছে। এর আগে দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ফ্লাইটে যুক্ত হলে প্রতিজনকে ভাড়া হিসেবে অর্থ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে ইকোনমি ফ্লাইটের ভাড়ার সমপরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিমানবন্দর অতিক্রমের পূর্বে প্রত্যেক যাত্রীকে একটি প্রতিশ্রুতি নোটে স্বাক্ষর করতে হবে। যেটি বোর্ডিং পাসের পূর্বে কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, এয়ারপোর্টে কোনো ধরনের ক্যাশ ও ক্রেডিট কার্ড লেনদেন গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে এ অর্থ নেওয়া হবে। এ যাত্রায় ফ্লাইট ব্যতীত যাত্রীদের জন্য আর কোনো যানবাহনের ব্যবস্থা করেনি দূতাবাস। বিমানবন্দর আগমন ও ত্যাগের ক্ষেত্রে পরিবহন যাত্রীদের ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর