বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

করমুক্ত আয়সীমা বাড়ছে, করপোরেট কর কমছে

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত সাধারণ মানুষকে স্বস্তি দিতে আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে সব ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোর আভাস মিলেছে। এর সঙ্গে ব্যবসায়ীদের কিছুটা ছাড় দিয়ে অর্থনীতি সচল রাখতে করপোরেট কর কমানোর প্রস্তাব বাজেটে থাকতে পারে বলে জানিয়েছে বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট রাজস্ব বিভাগ সূত্র। করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটাতে ব্যবসায়ীদের জন্য প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার করপোরেট কর কমানোর উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ করপোরেট কর কমানো হতে পারে। কমানো এ কর হার চলতি ও আগামী বাজেটে কার্যকর করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আগেই করপোরেট কর কমানোর দাবি জানিয়েছিল। কিন্তু ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সে দাবির প্রতিফলন দেখা যায়নি। এর মধ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান সাধারণ ছুটিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। তাই এ ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে চলতি বাজেটের পাশাপাশি আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর