শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ও ভারতে সংক্রমণের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীতে ফের সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতে। যুক্তরাষ্ট্রে এক দিনে ৬৫ হাজার মানুষের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন যা ছিল ৬০ হাজার। ভারতেও এক দিনে ২৬ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এই দুই দেশে এর আগে এত বেশি সংখ্যক আক্রান্ত হয়নি। বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত দেশ হলো ভারত। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলিভিয়ার প্রেসিডেন্ট জিনিন আনেজ। আক্রান্ত ও মৃত্যু দুটিতেই বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ৩১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩৩ হাজার। গত কয়েক দিনে সংক্রমণ খুব বেশি মাত্রায় বেড়েছে। এখন প্রতিদিন ৫০-৬০ হাজার পজিটিভ শনাক্ত হচ্ছেন। মৃত্যুও বেড়ে গেছে। গত তিন দিনে গড়ে ৯০০ মানুষের প্রাণহানি ঘটেছে।  ফ্লোরিডায় গত কিছুদিন ধরে প্রতিদিন গড়ে ৯ হাজার মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হচ্ছে। গত মাসের পর দিনে ১ হাজারের নিচে কখনো নামেনি। কভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ফ্লোরিডা। এ রাজ্যটিতে এখন হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। রাজ্যের ২০৭টি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে বৃহস্পতিবার ৪৫টি পরিপূর্ণ, আর বাকিগুলোও ছিল ৯০ শতাংশ পূর্ণ। এমন পরিস্থিতিতে সেখানকার স্বাস্থ্য বিভাগ বেসামাল হয়ে পড়েছে। টাম্পা জেনারেল হাসপাতালের প্রধান এপিডেমিলজিস্ট জন সিনোট বলেন, ‘হাসপাতাল আর স্বাস্থ্যসেবা খাতের সহকারীরা যখন সংক্রমণের ঢেউ নিয়ে কথা বলেন, তখন তারা শুধু একটি ঘটনা নিয়েই হয়তো বলেন। কিন্তু প্রতিদিন আমরা যার মুখোমুখি হচ্ছি তা যেন প্রতিদিন একটি বাস দুর্ঘটনার সমতুল্য এবং এটি বেড়েই চলেছে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সব মিলিয়ে ভারতে এই মারণ ভাইরাসের আক্রান্তের সংখ্যা পৌঁছল ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জনে। এখনো পর্যন্ত দেশটিতে মোট ২১ হাজার ৬০৪ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। পরিসংখ্যান বলছে, একদিনের মধ্যে রেকর্ড ২৬ হাজার ৫০৬ জনের শরীরে বাসা বেঁধেছে কভিড-১৯। ভারতের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই করোনা আক্রান্তের বিচারে তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। বলিভিয়ার প্রেসিডেন্ট আক্রান্ত : বলিভিয়ার প্রেসিডেন্ট জিনিন আনেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার টুইটারে একথা জানিয়ে তিনি বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে আমি ভাল আছি। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আইসোলেশনে থেকে তিনি রাষ্ট্রীয় কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আনেজ হচ্ছেন লাতিন আমেরিকায় দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে গত মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো নিজের করোনা পজিটিভের কথা জানান।

সর্বশেষ খবর