বুধবার, ১২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এভাবে চলতে পারে না

নিজস্ব প্রতিবেদক

এভাবে চলতে পারে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিনা বিচারে শুধু উখিয়া-টেকনাফে ২৬৪ জন মানুষ হত্যার শিকার হয়েছে। স্বাধীন দেশে এভাবে বিনা বিচারে মানুষ হত্যা কিছুতেই মেনে নেওয়া যায় না। এভাবে একটা দেশ চলতে পারে না। গতকাল দুপুরে নয়াপল্টনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) সিনহা হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, পত্র-পত্রিকায় দেখেছি- ওই আর্মি অফিসারের কোনো দোষ ছিল না। তিনি অস্ত্রও হাতে তুলে নেননি। তাহলে তাকে গুলি করার প্রয়োজন হলো কেন? আর আত্মরক্ষার্থে যদি গুলি করার প্রয়োজনও হয় তাহলে কোনো ব্যক্তির হাঁটুর নিচে পর্যন্ত গুলি করার বিধান রয়েছে। সরাসরি বুকে গুলি করার তো নিয়ম নেই। তাহলে দুই হাত উপরে তুলে আত্মসমর্পণের পর কেন তাকে সরাসরি গুলি করা হলো? অর্থাৎ এটি ছিল পূর্ব-পরিকল্পিত হত্যাকান্ড। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর