শিরোনাম
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভারতে চলছে অক্সফোর্ড ভ্যাকসিন তৃতীয় ট্রায়াল

প্রতিদিন ডেস্ক

ভারতে অক্সফোর্ডের তৈরি করোনা প্রতিরোধক ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। গত বুধবার শুরু হওয়া এ ট্রায়ালে অংশ নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সূত্র : ভারতীয় গণমাধ্যম।

ভারতের একাধিক শহরে চলছে এ ট্রায়াল। আইসিএমআরের অনুমতি নিয়ে মুম্বাইয়ের দুই সরকারি হাসপাতালেও হবে ক্লিনিক্যাল ট্রায়াল। প্রথম দিন পুনেতে পাঁচজন স্বেচ্ছাসেবী নেন এ ভ্যাকসিন। আইসিএমআরের গাইডলাইনস মেনে পুরো প্রক্রিয়াটি সংগঠিত করা হয়। পুনের ভারতী হাসপাতালে এ টিকা দেওয়া হয়। এ পাঁচ স্বেচ্ছাসবীর শারীরিক পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।  পিটিআই জানিয়েছে, পাটনার রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, চ-ীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চসহ বিভিন্ন হাসপাতালে ট্রায়াল চালানো হবে। তাতে অংশগ্রহণ করবেন ১৮ বছরের ঊর্ধ্বে প্রায় ১ হাজার ৬০০ স্বেচ্ছাসেবী।

খবরে আরও বলা হয়, ভারতে আইসিএমআরের গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিনেরও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। সেপ্টেম্বরে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে কোভ্যাকসিনের। সব ঠিক থাকলে জানুয়ারিতেই ভারতের হাতে আসবে দেশীয় কোভ্যাকসিন।

রাশিয়ান ভ্যাকসিন : এরই মধ্যে মস্কোয় প্রায় ৪০ হাজার মানুষের ওপর স্পুটনিক ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া রাশিয়া করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে দিয়েছে। সাইবেরিয়ায় শুরু হয়েছে এ পর্যায়ের ট্রায়াল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর