শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

দুই এনআইডি ব্লকড, মামলা দিচ্ছে ইসি

নিজস্ব ও আদালত প্রতিবেদক

সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

মিথ্যা তথ্য দিয়ে দুবার ভোটার হওয়া এবং দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীর (সাবরিনা শারমিন হোসেন) বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন-ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসির সংশ্লিষ্ট থানা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া তার দুটি জাতীয় পরিচয়পত্র ব্লক করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এদিকে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) জালিয়াতির মামলায় আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল মামলার বাদী কামাল হোসেনের সাক্ষ্য গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী। পরে আসামিপক্ষে আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী জেরার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু সাক্ষ্য গ্রহণে সহায়তা করেন। মামলার আসামিরা হলেন- জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী, আরিফের বোন জেবুন্নেছা রিমা, সাবেক কর্মচারী হুমায়ুন কবির হিমু ও তার স্ত্রী তানজিলা পাটোয়ারী, জেকেজির কো-অর্ডিনেটর আবু সাঈদ চৌধুরী, কর্মচারী বিপুল দাস ও শফিকুল ইসলাম রোমিও। সাবরিনার বিরুদ্ধে মামলা দিচ্ছে ইসি : মিথ্যা তথ্য দিয়ে দুবার ভোটার হওয়া এবং দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীর (সাবরিনা শারমিন হোসেন) বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন-ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসির গুলশান থানা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর