শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সুখে-অসুখে ভালো নেই ব্যারিস্টার রফিক-উল হক

নিজস্ব প্রতিবেদক

সুখে-অসুখে ভালো নেই ব্যারিস্টার রফিক-উল হক

প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ভালো নেই। ৮৫ বছর বয়সে এসে শারীরিক নানা জটিলতা, সঙ্গে করোনা মহামারী পরিস্থিতি তার একাকিত্বকে আরও কঠিন করে তুলেছে। একদিকে পায়ের সমস্যার কারণে বিছানা থেকে নামতে না পারা, অন্যদিকে একমাত্র সন্তান ব্যারিস্টার ফাহিম- উল-হক করোনার প্রকোপে কানাডায় লকডাউনে আটকে পড়ায় তাকে আরও একা করে দিয়েছে। জাতীয় যে কোনো সংকটকালে ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন সরব। জাতির বিবেক হয়ে দ্বিধাহীন সমালোচনা করতেন সব অন্যায়ের। বাতলে দিতেন উত্তরণের পথ। শুধু কথায় সীমাবদ্ধ না থেকে আইনি প্রতিকার পাওয়ার পথও দেখিয়ে দিতেন তিনি। গত জুনে যথারীতি জীবন সংকটে পড়ে গিয়েছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। ডায়াবেটিস বাড়তে বাড়তে ১৯-এ পৌঁছায়। তখন করোনার কারণে তাকে চিকিৎসা নিতে হয়েছে শুধু টেলিফোনে ডাক্তারের দেওয়া পরামর্শে। কানাডায় আটকে পড়া ছেলে ব্যারিস্টার ফাহিম বিষয়টি জানলে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে আদ-দ্বীন কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। মেডিকেল টিম চিকিৎসা সরঞ্জাম নিয়ে হাজির হয় রফিক-উল হকের বাড়িতে। মেডিকেল টিমের নিবিড় পরিচর্যায় এই যাত্রায় সুস্থ হয়ে ওঠেন তিনি। বর্তমানে তার ডায়াবেটিসের মাত্রা ৪.৯। ২০১৭ সালে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর তার চলাফেরা সীমিত হয়ে যায়। দিন যত গড়াচ্ছে, তার চলাফেরা তত সংকুচিত হচ্ছে। গত দুই বছর ধরে সুপ্রিম কোর্টে যাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি। অথচ ১৯৭২ সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পর দেশের এ সর্বোচ্চ আদালতই ছিল তার ধ্যান-জ্ঞান। ১৯৩৫ সালে জন্ম নেওয়া খ্যাতিমান এই মানুষটি পায়ে ব্যথার কারণে একা চলাফেরা করতে পারেন না। বিছানায় শুয়ে কাটে দিনের বেশিরভাগ সময়। সামান্য চলাফেরায় কর্মচারীদের সহায়তায় ব্যবহার করেন হুইলচেয়ার। স্বল্পাহারী মানুষটি বর্তমানে খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। বর্তমানে সামান্য তরল খাবার খাচ্ছেন তিনি। করোনাভাইরাস সংক্রমণের আগে একাকিত্ব ঘোচাতে মাঝেমধ্যে তাকে নিয়ে যাওয়া হতো বিভিন্ন রিসোর্টে। করোনাভাইরাসের কারণে এখন সেটাও বন্ধ। জানা গেছে, বর্তমানে পল্টনের ছায়াশীতল বাড়িতে নীরবেই কাটছে ব্যারিস্টার রফিক-উল হকের সময়। এক সময় এই বাড়িটি আইনজীবী, বিচারপ্রার্থী, রাজনীতিক, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন পর্যায়ের মানুষের পদচারণে মুখর থাকত। সেই বাড়িটি এখন নিঝুম। আইনাঙ্গনের এই দিকপালের সারাক্ষণের সঙ্গী গাড়িচালক আবু বকর সিদ্দিকসহ চার কর্মচারী। বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এ চারজন ছাড়া আর কেউ যেতে পারেন না তার কাছে। অবশ্য টেলিফোনে নিকটজনদের কারও কারও সঙ্গে মাঝেমধ্যে সামান্য কথা হয়। আর মাঝে মধ্যে টেলিভিশনে খবর দেখেন। ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থা সম্পর্কে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, স্যার একাই আছেন। তার পায়ের সমস্যার কারণে হুইলচেয়ারে চলাফেরা করতে হয়। অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয় বলে বেশিরভাগ সময় তিনি বিছানায় শুয়েই কাটান। আর করোনার কারণে কেউ বাসায় যেতে পারছেন না। এ কারণে টেলিফোনে খোঁজখবর নিতে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর