বাংলাদেশের রাজনীতির ‘রহস্যপুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)-কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে ভিভিআইপি কেবিন-৯-এ স্থানান্তর করা হয়েছে। তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল বাসার মো. জামাল উদ্দিনের অধীনে ভর্তি আছেন।
ডা. মো. জামাল উদ্দিন জানান, শক্তিশালী প্রতিনিধিত্বশীল মেডিকেল বোর্ড গঠন করে বোর্ডের সবাই মিলে তাঁকে দেখেছেন, চিকিৎসা দিয়েছেন। আপাতত বিশ্রামটাই জরুরি তাঁর। তিনি বলেন, সিরাজুল আলম খানের কভিড টেস্ট করা হবে। সিটিস্ক্যানও করা হবে। অন্য ছোটখাটো সব টেস্ট করা হয়েছে। এর আগে বুধবার রাত ৮টার দিকে প্রথমে তাঁকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের নিওনেটাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল হানিফ টাবলু, এনেসথেসিওলজি বিভাগের প্রধান ডা. মো. মোজাফ্ফর হোসেন, সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল বাসার মো. জামাল, কার্ডিওলজি বিভাগের ডা. মো. খালেকুজ্জামান, রেসপিরেটরি মেডিসিন বিভাগের ডা. মো. মহিউদ্দিন আহমেদসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বিশেষ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছে। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এক বিবৃতিতে সিরাজুল আলম খানের আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।