বর্তমান নির্বাচন কমিশন বিগত চার বছরে নতুন কিছু দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, বর্তমান কমিশন নানা সংস্কারের কথা বলেছিল। কিন্তু সেসব কিছু করতে পারেনি বরং তাদের কাজ নিয়ে বিতর্ক হয়েছে। তবে আমরা যে ইভিএম শুরু করেছিলাম, তারা তাদের সময়ে সেই ইভিএম ব্যবহার করেছে। তারপরও ইভিএম নিয়ে বিভিন্ন কথা এসেছে। ইচ্ছা করলে কমিশন এগুলোর সমাধান অনেকটাই করতে পারত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় চার বছরপূর্তি উপলক্ষে বর্তমান নির্বাচন কমিশনের বিভিন্ন কাজের মূল্যায়ণ তুলে ধরেন এ সাবেক নির্বাচন কমিশনার। তিনি বলেন, বর্তমান কমিশন প্রচার-প্রচারণায় বেশি আগ্রহী ছিল বলে মনে হয় না। মাঝে মাঝে সিইসি কিছু কথা বলেছেন, সেটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনারদের দলাদলি বাইরে এসেছে। কমিশনের ভাবমূর্তি খারাপ হয়েছে। যদিও তারা নিয়োগের পরে অনেক আশ্বাস দিয়েছিল। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘আগের মতো ভোট হবে না’। কিন্তু তিনিসহ অন্যান্য কমিশনাররা কিছুই করতে পারেননি। কমিশন যে আছে, সেটাই ভোটার ও জনগণ বুঝতে পারেনি। এ কমিশনের আমলের বিভিন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান কমিশনের ভোট নিয়ে আরও সরব হওয়া উচিত ছিল। বিশেষ করে কিছুদিন আগে যে নির্বাচনগুলো হলো। ওই সব নির্বাচনে চরমভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান কমিশন কিছু করেছে বলে মিডিয়ায় দেখিনি। কমিশন কোনো অ্যাকশন না নেওয়ায় যারা আইন ভাঙতে চায় এবং খারাপ লোকেরা উৎসাহীত হয়েছে। তিনি বলেন, মিডিয়ায় দেখেছি বিশিষ্টজনরা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর গঠনের দাবি জানিয়েছেন। তারা কমিশনের অডিট আপত্তির বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি বলব, অডিট আপত্তি হলে, তা সমাধানের সুযোগ রয়েছে। আপত্তির যথাযথ জবাব দিতে না পারলে, প্রয়োজনে টাকা ফেরতের বিষয়ে আসবে। বক্তব্য দিয়ে বর্তমান কমিশনের টাকা নেওয়ার বিষয়ে এ সাবেক নির্বাচন কমিশনার বলেন, আমরা রেগুলার বক্তব্য দিয়ে টাকা নেইনি। তবে বক্তব্য দিয়ে টাকা নিয়ে বর্তমান কমিশনের ঠিক করেনি। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে ভালো করত।
শিরোনাম
- উত্তরায় মাইক্রোবাসে আগুন
- আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
- ইসলামাবাদে আত্মঘাতী হামলা, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার
- এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
- দ্বিতীয় দিনের ১৪ বলেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড
- গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা
- ক্যারিবীয় সাগরে বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র
- দ্রুত বাড়ছে আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি ২৩ শতাংশ বৃদ্ধি
- নো হাংকি-পাংকি! বাঁকা আঙুলে ঘি তোলার হুমকি!
- গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী
- তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ
- ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত
- অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
- বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
- স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ
- আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান