বর্তমান নির্বাচন কমিশন বিগত চার বছরে নতুন কিছু দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, বর্তমান কমিশন নানা সংস্কারের কথা বলেছিল। কিন্তু সেসব কিছু করতে পারেনি বরং তাদের কাজ নিয়ে বিতর্ক হয়েছে। তবে আমরা যে ইভিএম শুরু করেছিলাম, তারা তাদের সময়ে সেই ইভিএম ব্যবহার করেছে। তারপরও ইভিএম নিয়ে বিভিন্ন কথা এসেছে। ইচ্ছা করলে কমিশন এগুলোর সমাধান অনেকটাই করতে পারত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় চার বছরপূর্তি উপলক্ষে বর্তমান নির্বাচন কমিশনের বিভিন্ন কাজের মূল্যায়ণ তুলে ধরেন এ সাবেক নির্বাচন কমিশনার। তিনি বলেন, বর্তমান কমিশন প্রচার-প্রচারণায় বেশি আগ্রহী ছিল বলে মনে হয় না। মাঝে মাঝে সিইসি কিছু কথা বলেছেন, সেটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনারদের দলাদলি বাইরে এসেছে। কমিশনের ভাবমূর্তি খারাপ হয়েছে। যদিও তারা নিয়োগের পরে অনেক আশ্বাস দিয়েছিল। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘আগের মতো ভোট হবে না’। কিন্তু তিনিসহ অন্যান্য কমিশনাররা কিছুই করতে পারেননি। কমিশন যে আছে, সেটাই ভোটার ও জনগণ বুঝতে পারেনি। এ কমিশনের আমলের বিভিন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান কমিশনের ভোট নিয়ে আরও সরব হওয়া উচিত ছিল। বিশেষ করে কিছুদিন আগে যে নির্বাচনগুলো হলো। ওই সব নির্বাচনে চরমভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান কমিশন কিছু করেছে বলে মিডিয়ায় দেখিনি। কমিশন কোনো অ্যাকশন না নেওয়ায় যারা আইন ভাঙতে চায় এবং খারাপ লোকেরা উৎসাহীত হয়েছে। তিনি বলেন, মিডিয়ায় দেখেছি বিশিষ্টজনরা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর গঠনের দাবি জানিয়েছেন। তারা কমিশনের অডিট আপত্তির বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি বলব, অডিট আপত্তি হলে, তা সমাধানের সুযোগ রয়েছে। আপত্তির যথাযথ জবাব দিতে না পারলে, প্রয়োজনে টাকা ফেরতের বিষয়ে আসবে। বক্তব্য দিয়ে বর্তমান কমিশনের টাকা নেওয়ার বিষয়ে এ সাবেক নির্বাচন কমিশনার বলেন, আমরা রেগুলার বক্তব্য দিয়ে টাকা নেইনি। তবে বক্তব্য দিয়ে টাকা নিয়ে বর্তমান কমিশনের ঠিক করেনি। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে ভালো করত।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
নতুন কিছু করতে পারেনি
মো. শাহনেওয়াজ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর