বর্তমান নির্বাচন কমিশন বিগত চার বছরে নতুন কিছু দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, বর্তমান কমিশন নানা সংস্কারের কথা বলেছিল। কিন্তু সেসব কিছু করতে পারেনি বরং তাদের কাজ নিয়ে বিতর্ক হয়েছে। তবে আমরা যে ইভিএম শুরু করেছিলাম, তারা তাদের সময়ে সেই ইভিএম ব্যবহার করেছে। তারপরও ইভিএম নিয়ে বিভিন্ন কথা এসেছে। ইচ্ছা করলে কমিশন এগুলোর সমাধান অনেকটাই করতে পারত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় চার বছরপূর্তি উপলক্ষে বর্তমান নির্বাচন কমিশনের বিভিন্ন কাজের মূল্যায়ণ তুলে ধরেন এ সাবেক নির্বাচন কমিশনার। তিনি বলেন, বর্তমান কমিশন প্রচার-প্রচারণায় বেশি আগ্রহী ছিল বলে মনে হয় না। মাঝে মাঝে সিইসি কিছু কথা বলেছেন, সেটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনারদের দলাদলি বাইরে এসেছে। কমিশনের ভাবমূর্তি খারাপ হয়েছে। যদিও তারা নিয়োগের পরে অনেক আশ্বাস দিয়েছিল। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘আগের মতো ভোট হবে না’। কিন্তু তিনিসহ অন্যান্য কমিশনাররা কিছুই করতে পারেননি। কমিশন যে আছে, সেটাই ভোটার ও জনগণ বুঝতে পারেনি। এ কমিশনের আমলের বিভিন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান কমিশনের ভোট নিয়ে আরও সরব হওয়া উচিত ছিল। বিশেষ করে কিছুদিন আগে যে নির্বাচনগুলো হলো। ওই সব নির্বাচনে চরমভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান কমিশন কিছু করেছে বলে মিডিয়ায় দেখিনি। কমিশন কোনো অ্যাকশন না নেওয়ায় যারা আইন ভাঙতে চায় এবং খারাপ লোকেরা উৎসাহীত হয়েছে। তিনি বলেন, মিডিয়ায় দেখেছি বিশিষ্টজনরা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর গঠনের দাবি জানিয়েছেন। তারা কমিশনের অডিট আপত্তির বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি বলব, অডিট আপত্তি হলে, তা সমাধানের সুযোগ রয়েছে। আপত্তির যথাযথ জবাব দিতে না পারলে, প্রয়োজনে টাকা ফেরতের বিষয়ে আসবে। বক্তব্য দিয়ে বর্তমান কমিশনের টাকা নেওয়ার বিষয়ে এ সাবেক নির্বাচন কমিশনার বলেন, আমরা রেগুলার বক্তব্য দিয়ে টাকা নেইনি। তবে বক্তব্য দিয়ে টাকা নিয়ে বর্তমান কমিশনের ঠিক করেনি। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে ভালো করত।
শিরোনাম
- নির্বাচনের প্রস্তুতি : ছুটির দিনেও ইসি কর্মকর্তাদের অফিস করার নির্দেশ
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপির
- নেত্রকোনায় প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেফতার
- টাঙ্গাইলে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২
- ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
নতুন কিছু করতে পারেনি
মো. শাহনেওয়াজ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর