বর্তমান নির্বাচন কমিশন বিগত চার বছরে নতুন কিছু দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, বর্তমান কমিশন নানা সংস্কারের কথা বলেছিল। কিন্তু সেসব কিছু করতে পারেনি বরং তাদের কাজ নিয়ে বিতর্ক হয়েছে। তবে আমরা যে ইভিএম শুরু করেছিলাম, তারা তাদের সময়ে সেই ইভিএম ব্যবহার করেছে। তারপরও ইভিএম নিয়ে বিভিন্ন কথা এসেছে। ইচ্ছা করলে কমিশন এগুলোর সমাধান অনেকটাই করতে পারত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় চার বছরপূর্তি উপলক্ষে বর্তমান নির্বাচন কমিশনের বিভিন্ন কাজের মূল্যায়ণ তুলে ধরেন এ সাবেক নির্বাচন কমিশনার। তিনি বলেন, বর্তমান কমিশন প্রচার-প্রচারণায় বেশি আগ্রহী ছিল বলে মনে হয় না। মাঝে মাঝে সিইসি কিছু কথা বলেছেন, সেটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনারদের দলাদলি বাইরে এসেছে। কমিশনের ভাবমূর্তি খারাপ হয়েছে। যদিও তারা নিয়োগের পরে অনেক আশ্বাস দিয়েছিল। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘আগের মতো ভোট হবে না’। কিন্তু তিনিসহ অন্যান্য কমিশনাররা কিছুই করতে পারেননি। কমিশন যে আছে, সেটাই ভোটার ও জনগণ বুঝতে পারেনি। এ কমিশনের আমলের বিভিন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান কমিশনের ভোট নিয়ে আরও সরব হওয়া উচিত ছিল। বিশেষ করে কিছুদিন আগে যে নির্বাচনগুলো হলো। ওই সব নির্বাচনে চরমভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান কমিশন কিছু করেছে বলে মিডিয়ায় দেখিনি। কমিশন কোনো অ্যাকশন না নেওয়ায় যারা আইন ভাঙতে চায় এবং খারাপ লোকেরা উৎসাহীত হয়েছে। তিনি বলেন, মিডিয়ায় দেখেছি বিশিষ্টজনরা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর গঠনের দাবি জানিয়েছেন। তারা কমিশনের অডিট আপত্তির বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি বলব, অডিট আপত্তি হলে, তা সমাধানের সুযোগ রয়েছে। আপত্তির যথাযথ জবাব দিতে না পারলে, প্রয়োজনে টাকা ফেরতের বিষয়ে আসবে। বক্তব্য দিয়ে বর্তমান কমিশনের টাকা নেওয়ার বিষয়ে এ সাবেক নির্বাচন কমিশনার বলেন, আমরা রেগুলার বক্তব্য দিয়ে টাকা নেইনি। তবে বক্তব্য দিয়ে টাকা নিয়ে বর্তমান কমিশনের ঠিক করেনি। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে ভালো করত।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
নতুন কিছু করতে পারেনি
মো. শাহনেওয়াজ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর