বর্তমান নির্বাচন কমিশন বিগত চার বছরে নতুন কিছু দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, বর্তমান কমিশন নানা সংস্কারের কথা বলেছিল। কিন্তু সেসব কিছু করতে পারেনি বরং তাদের কাজ নিয়ে বিতর্ক হয়েছে। তবে আমরা যে ইভিএম শুরু করেছিলাম, তারা তাদের সময়ে সেই ইভিএম ব্যবহার করেছে। তারপরও ইভিএম নিয়ে বিভিন্ন কথা এসেছে। ইচ্ছা করলে কমিশন এগুলোর সমাধান অনেকটাই করতে পারত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় চার বছরপূর্তি উপলক্ষে বর্তমান নির্বাচন কমিশনের বিভিন্ন কাজের মূল্যায়ণ তুলে ধরেন এ সাবেক নির্বাচন কমিশনার। তিনি বলেন, বর্তমান কমিশন প্রচার-প্রচারণায় বেশি আগ্রহী ছিল বলে মনে হয় না। মাঝে মাঝে সিইসি কিছু কথা বলেছেন, সেটা ভালোর চেয়ে খারাপ বেশি হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনারদের দলাদলি বাইরে এসেছে। কমিশনের ভাবমূর্তি খারাপ হয়েছে। যদিও তারা নিয়োগের পরে অনেক আশ্বাস দিয়েছিল। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘আগের মতো ভোট হবে না’। কিন্তু তিনিসহ অন্যান্য কমিশনাররা কিছুই করতে পারেননি। কমিশন যে আছে, সেটাই ভোটার ও জনগণ বুঝতে পারেনি। এ কমিশনের আমলের বিভিন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বর্তমান কমিশনের ভোট নিয়ে আরও সরব হওয়া উচিত ছিল। বিশেষ করে কিছুদিন আগে যে নির্বাচনগুলো হলো। ওই সব নির্বাচনে চরমভাবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান কমিশন কিছু করেছে বলে মিডিয়ায় দেখিনি। কমিশন কোনো অ্যাকশন না নেওয়ায় যারা আইন ভাঙতে চায় এবং খারাপ লোকেরা উৎসাহীত হয়েছে। তিনি বলেন, মিডিয়ায় দেখেছি বিশিষ্টজনরা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলর গঠনের দাবি জানিয়েছেন। তারা কমিশনের অডিট আপত্তির বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি বলব, অডিট আপত্তি হলে, তা সমাধানের সুযোগ রয়েছে। আপত্তির যথাযথ জবাব দিতে না পারলে, প্রয়োজনে টাকা ফেরতের বিষয়ে আসবে। বক্তব্য দিয়ে বর্তমান কমিশনের টাকা নেওয়ার বিষয়ে এ সাবেক নির্বাচন কমিশনার বলেন, আমরা রেগুলার বক্তব্য দিয়ে টাকা নেইনি। তবে বক্তব্য দিয়ে টাকা নিয়ে বর্তমান কমিশনের ঠিক করেনি। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে ভালো করত।
শিরোনাম
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন