ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, রায়ের জন্য প্রত্যাশা তো ছিলই, সেই রায় হয়েছে। জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে সরকারের ইন্টেলিজেন্স, পুলিশ, র্যাব ভালোই দক্ষতা দেখিয়েছে। বেশ কয়েকটি জঙ্গিবাদী হত্যাকান্ডের বিচার ও রায় যাতে কার্যকর হয়, সেই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কোনো আশঙ্কা নেই। এতে আত্মতুষ্ট বা সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ জঙ্গিবাদের সমস্যা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করে। তাই সতর্ক থাকা খুব দরকার। জঙ্গিবাদ একটা আদর্শ এবং জঙ্গিরা সেটা ধারণ করে। তা আমাদের আদর্শিকভাবেই মোকাবিলা করতে হবে। জঙ্গিরা তো জীবন বাজি রেখে লড়াই করে। তাদের যদি আমরা মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের পাল্টা আদর্শই লাগবে। তাদের বোঝাতে হবে, জঙ্গিবাদ ভুল পথ। পুলিশ বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘেরাও করে মেরে ফেলল, সেটাই সমাধান না। সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা সমাজ সংস্কৃতি, পুরো সমাজের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান, সেটা বুঝে আমরা আমাদের পরিবার সমাজ সংস্কৃতিকে এমনভাবে গড়ে তুলতে পারি, যেন জঙ্গিবাদ কারও মনে স্থান না নেয়। প্রতিটি মানুষের প্রকৃত শিক্ষা দরকার। যাতে সে খাঁটি মানুষ হতে পারে। তার মধ্যে যদি কোনো কূপ-ূকতা থাকে, বদ্ধতা থাকে, তাহলে সে চরমপন্থি হয়ে যেতে পারে। সেটা ধর্মীয়, জাতীয়তাবাদী বা নৃতাত্ত্বিক চরমপন্থি হতে পারে। দেশে আলিয়া ও কওমি মাদরাসা মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩ লাখ। এরকম একটা বিশাল শিক্ষার্থীর সিলেবাস যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক করা দরকার। এখন বিদেশি বিশ্ববিদ্যালয়পড়ুয়া বা ইংলিশ মিডিয়ামে পড়ুয়াও চরমপন্থা বা জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছে। হোলি আর্টিজানের ঘটনার পর সেটা সামনে এসেছে। ধর্মের যে মানবিক দিক আছে, সেটার শিক্ষা যেন মানুষ পায়। তারা যেন চরমপন্থি শিক্ষা পেয়ে জঙ্গিবাদে জড়িত না হয়।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
জঙ্গিবাদ উত্থানের শঙ্কা না থাকলেও আত্মতুষ্টির কারণ নেই
---- অধ্যাপক শেখ হাফিজুর রহমান
নাসিমুল হুদা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর