ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, রায়ের জন্য প্রত্যাশা তো ছিলই, সেই রায় হয়েছে। জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে সরকারের ইন্টেলিজেন্স, পুলিশ, র্যাব ভালোই দক্ষতা দেখিয়েছে। বেশ কয়েকটি জঙ্গিবাদী হত্যাকান্ডের বিচার ও রায় যাতে কার্যকর হয়, সেই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কোনো আশঙ্কা নেই। এতে আত্মতুষ্ট বা সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ জঙ্গিবাদের সমস্যা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করে। তাই সতর্ক থাকা খুব দরকার। জঙ্গিবাদ একটা আদর্শ এবং জঙ্গিরা সেটা ধারণ করে। তা আমাদের আদর্শিকভাবেই মোকাবিলা করতে হবে। জঙ্গিরা তো জীবন বাজি রেখে লড়াই করে। তাদের যদি আমরা মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের পাল্টা আদর্শই লাগবে। তাদের বোঝাতে হবে, জঙ্গিবাদ ভুল পথ। পুলিশ বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘেরাও করে মেরে ফেলল, সেটাই সমাধান না। সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা সমাজ সংস্কৃতি, পুরো সমাজের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান, সেটা বুঝে আমরা আমাদের পরিবার সমাজ সংস্কৃতিকে এমনভাবে গড়ে তুলতে পারি, যেন জঙ্গিবাদ কারও মনে স্থান না নেয়। প্রতিটি মানুষের প্রকৃত শিক্ষা দরকার। যাতে সে খাঁটি মানুষ হতে পারে। তার মধ্যে যদি কোনো কূপ-ূকতা থাকে, বদ্ধতা থাকে, তাহলে সে চরমপন্থি হয়ে যেতে পারে। সেটা ধর্মীয়, জাতীয়তাবাদী বা নৃতাত্ত্বিক চরমপন্থি হতে পারে। দেশে আলিয়া ও কওমি মাদরাসা মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩ লাখ। এরকম একটা বিশাল শিক্ষার্থীর সিলেবাস যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক করা দরকার। এখন বিদেশি বিশ্ববিদ্যালয়পড়ুয়া বা ইংলিশ মিডিয়ামে পড়ুয়াও চরমপন্থা বা জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছে। হোলি আর্টিজানের ঘটনার পর সেটা সামনে এসেছে। ধর্মের যে মানবিক দিক আছে, সেটার শিক্ষা যেন মানুষ পায়। তারা যেন চরমপন্থি শিক্ষা পেয়ে জঙ্গিবাদে জড়িত না হয়।
শিরোনাম
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার