ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, রায়ের জন্য প্রত্যাশা তো ছিলই, সেই রায় হয়েছে। জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে সরকারের ইন্টেলিজেন্স, পুলিশ, র্যাব ভালোই দক্ষতা দেখিয়েছে। বেশ কয়েকটি জঙ্গিবাদী হত্যাকান্ডের বিচার ও রায় যাতে কার্যকর হয়, সেই প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের কোনো আশঙ্কা নেই। এতে আত্মতুষ্ট বা সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ জঙ্গিবাদের সমস্যা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের। তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করে। তাই সতর্ক থাকা খুব দরকার। জঙ্গিবাদ একটা আদর্শ এবং জঙ্গিরা সেটা ধারণ করে। তা আমাদের আদর্শিকভাবেই মোকাবিলা করতে হবে। জঙ্গিরা তো জীবন বাজি রেখে লড়াই করে। তাদের যদি আমরা মোকাবিলা করতে চাই, তাহলে আমাদের পাল্টা আদর্শই লাগবে। তাদের বোঝাতে হবে, জঙ্গিবাদ ভুল পথ। পুলিশ বা অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ঘেরাও করে মেরে ফেলল, সেটাই সমাধান না। সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা সমাজ সংস্কৃতি, পুরো সমাজের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান, সেটা বুঝে আমরা আমাদের পরিবার সমাজ সংস্কৃতিকে এমনভাবে গড়ে তুলতে পারি, যেন জঙ্গিবাদ কারও মনে স্থান না নেয়। প্রতিটি মানুষের প্রকৃত শিক্ষা দরকার। যাতে সে খাঁটি মানুষ হতে পারে। তার মধ্যে যদি কোনো কূপ-ূকতা থাকে, বদ্ধতা থাকে, তাহলে সে চরমপন্থি হয়ে যেতে পারে। সেটা ধর্মীয়, জাতীয়তাবাদী বা নৃতাত্ত্বিক চরমপন্থি হতে পারে। দেশে আলিয়া ও কওমি মাদরাসা মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩ লাখ। এরকম একটা বিশাল শিক্ষার্থীর সিলেবাস যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক করা দরকার। এখন বিদেশি বিশ্ববিদ্যালয়পড়ুয়া বা ইংলিশ মিডিয়ামে পড়ুয়াও চরমপন্থা বা জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছে। হোলি আর্টিজানের ঘটনার পর সেটা সামনে এসেছে। ধর্মের যে মানবিক দিক আছে, সেটার শিক্ষা যেন মানুষ পায়। তারা যেন চরমপন্থি শিক্ষা পেয়ে জঙ্গিবাদে জড়িত না হয়।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
জঙ্গিবাদ উত্থানের শঙ্কা না থাকলেও আত্মতুষ্টির কারণ নেই
---- অধ্যাপক শেখ হাফিজুর রহমান
নাসিমুল হুদা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর